টেরীবাজারের প্রবীণ ব্যবসায়ী নেতা আলহাজ্ব আবদুল মান্নানের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মান্নানসহ ব্যবসায়ী নেতারা শোক প্রকাশ করেন।
আমার বাংলা টিভি ডেস্কঃ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা না পেয়ে মারা গেলেন টেরীবাজারের প্রবীণ ব্যবসায়ী নেতা মান্নান। চট্টগ্রামে বিভিন্ন হাসপাতাল ঘুরে আরও এক ব্যবসায়ী মৃত্যু হয়। টেরীবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও সাবেক সহ-সাধারণ সম্পাদক ও টেরীবাজার ফ্যাশন হাউজের মালিক, টেরীবাজারের প্রবীণ ব্যবসায়ী নেতা আলহাজ্ব আবদুল মান্নান বুধবার (৩ জুন) দিবাগত রাত ১২.৪৫ মিনিটে নগরীর ঘাটফরহাদবেগস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন।
(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)
বিষয়টি নিশ্চিত করে মৃত আব্দুল মান্নানের ছোট ভাই মেগামার্ট এর মালিক আব্দুল হান্নান। এই বিষয় জানতে চাইলে আবদুল হান্নান আমার বাংলা টিভিকে বলেন, আমার ভাই শ্বাসকষ্ট ও সর্দি কাশিতে ভুগছিলেন। বুধবার তাকে নগরীর ডেল্টা হাসপাতাল ও পার্কভিউসহ কয়েকটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করাতে পারিনি। সবাই বলেছে আগে করোনা চেষ্ট করিয়ে আনেন। ফলে দিনভর চেষ্টা করেও হাসপাতালে ভর্তি করাতে না পেরে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। সকালে ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই রাত ১২. ৪৫মিনিটের দিকে আমার বড় ভাই মারা যান।
টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মান্নান জানান, আমাদের সমিতির সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব আবদুল মান্নান ভাইকে চট্টগ্রামের কোন হাসপাতাল ভর্তি করে নাই। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা নিশ্চিত হওয়া যায় নি। এ ভাবে বিনা চিকিৎসায় একের পর এক লোক মারা যাচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বিচার দিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিচার করবেন। amarbangla.tv
তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, টেরীবাজার ব্যবসায়ীরা একজন নিবেদিত ব্যক্তিকে হারিয়েছে। দেশের এই দুঃসময়ে তার সাহসী পদক্ষেপ ব্যবসায়ীদের মাঝে আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
সাধারণ সম্পাদক মান্নান আরো বলেন, আলহাজ্ব আবদুল মান্নান এর মৃত্যুতে চট্টগ্রাম টেরীবাজারে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে চট্টগ্রাম টেরীবাজার ব্যবসায়ীরা হারিয়েছেন অবিভাবক।
আলহাজ্ব আবদুল মান্নান এর মৃত্যুতে চট্টগ্রাম টেরীবাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব বেলায়াত হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মান্নান, ও সমিতির নেতৃবৃন্দ সহ সাধারণ ব্যবসায়ী এবং দোকান কর্মচারীরা শোক প্রকাশ করছেন।
সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মান্নান, গভীর শোক প্রকাশ করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মরহুমের বিদেহী আত্নার মাগ ফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন মহান রব্বুল আলামিন যেন মরহুমকে জান্নতুল ফেরদৌস নসিব করুন।আমিন। শেয়ার করুন।