ইউএসটিসির আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী,স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইউএসটিসি শাখার পক্ষ থেকে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের ।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা বংগবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্বার মাগফেরাত কমনা করা হয়। দোয়া করা হয় চট্রলবীর প্রয়াত জননেতা জনাম এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্বরণে।

বিশ্বব্যাপী এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাসের হাত থেকে সুরক্ষা এবং শান্তি শৃংক্ষলা ফিরে আসার উদ্দেশ্যে মহান রাব্বুল আলামীনের কাছে সাহায্য চেয়ে দেশবাসীর মংগল কামনা করা হয়।
দোয়া ও মাহফিল শেষে জন্মশতবার্ষিকীতে কেক কেটে এতিম ও অনাথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে
বিতরণ করা হয় মাস্ক ও এন্টি-ব্যাকটেরিয়াল হ্যান্ডওয়াশ।
জন্মশতবর্ষ উদযাপনে উপস্থিত ছিলেন ইউএসটিসি ছাত্রলীগের অভিভাবক মোহাম্মদ রাকিবুল হুদা সহ ইউএসটিসি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ছাত্রবৃন্দ।