বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকীতে ঢাকায় চীনা দূতাবাসের শ্রদ্ধা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকীতে ঢাকায় চীনা দূতাবাসের শ্রদ্ধা

 

আমার বাংলা টিভি ডেস্কঃ শুক্রবার দূতাবাস থেকে এ তথ্য জানিয়ে বলা হয়, এসময় কবিগুরুর চীন সফরকেও স্মরণ করা হয়। শুক্রবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে।

আমরা কবিতা, ভিজ্যুয়াল আর্ট এবং উপন্যাসে তার অসামান্য কৃতিত্বকে পরম শ্রদ্ধা জানাই।

কবিগুরু বাংলা সাহিত্য ও সংগীতকে ১৯ শতকের শেষের দিকে এবং ২০ শতকের গোড়ার দিকে নতুন রূপ দিয়েছেন।

তিনি ১৯২৪ এবং ১৯২৮ সালে দু’বার চীন ভ্রমণ করেছেন।

সেখানে তিনি বেশ কয়েকটি গণবক্তৃতা করেছিলেন যা চীন ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়কে জোরদার করতে ভূমিকা রেখেছিল। নিউজটি শেয়ার করুন।