করোনা পরিস্থি স্বাভাবিক হয়নি তবুও আগস্টেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজনে প্রস্তুত তুরস্ক

করোনা পরিস্থি স্বাভাবিক হয়নি তবুও আগস্টেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজনে প্রস্তুত তুরস্ক। 

স্পোর্টস ডেস্ক : বিশ্ব পরিস্থিতি ক্রমেই খারাপ অবস্থার দিকে যাচ্ছে। তুরস্কে তো ধীরে ধীরে লাশের সংখ্যা বাড়ছে। এর মধ্যেও ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মর্যাদার লড়াই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজন নিয়ে প্রস্তুতি গ্রহণ করেছে। বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে তুর্কি ফুটবল ফেডারেশন।

গত মার্চে করোনা পরিস্থিতিতে ইউরোপিয়ান লিগগুলো স্থগিত ঘোষণা করা হয়। একই সঙ্গে স্থগিত হয় চ্যাম্পিয়ন্স লিগের খেলাগুলোও। মে মাসের শেষ দিকে এসে কথা ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার। কিন্তু করোনার কারণে সেই ফাইনাল স্থগিত করে দেয়া হয়।

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের আতাতুর্ক স্টেডিয়ামে ৩০ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু স্থগিত হওয়ার কারণে কবে সেই ফাইনাল অনুষ্ঠিত হবে তার কোনো নিশ্চয়তা নেই। কারণ, ফাইনালের আগে এখনও কয়েকটা ধাপ পেরুতে হবে চ্যাম্পিয়ন্স লিগকে। এরপরই না ফাইনালের কথা।

তবুও পরিবর্তিত পরিস্থিতিতে আগামী আগস্টেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজনে প্রস্তুত বলে দাবি করেছে তুরস্ক ফুটবল ফেডারেশন। অথচ উয়েফার পক্ষ থেকে চ্যাম্পিয়ন্স লিগ পুনরায় শুরু করার বিষয়ে কোনো কিছু বলা হয়নি এখনও।

তুরস্কে এরই মধ্যে করোনায় আক্রান্ত এক লাখ ৩১ হাজার ৭৭৪জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৮৪ জনের। নিউজটি শেয়ার করুন।