জীবনের ঝুঁকি নিয়ে যারা সংবাদ পরিবেশন করছেন তারা বেতন পাচ্ছেন না, মির্জা ফখরুল

জীবনের ঝুঁকি নিয়ে যারা সংবাদ পরিবেশন করছেন তারা বেতন পাচ্ছেন না, এখানে সরকারের কোনো প্রণোদনা নেই : মির্জা ফখরুল। 

 

আমার বাংলা টিভি ডেস্ক :বিএনপি মহাসচিব বলেন, সকল সরকারি তুঘলুকি কারবার দেখে অবাক হয়ে যাচ্ছে। ‌এটা অবিশ্বাস্য ব্যাপার কোনো দায়িত্বশীল সরকার জনগণের প্রতি দায়িত্ববোধ থাকে তারা এভাবে জনগণকে নিয়ে খেলা করতে পারেনা ‌

তিনি বলেন,জীবনের ঝুঁকি নিয়ে যারা সংবাদ পরিবেশন করছেন তাদের কি অবস্থা। তারা যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানে অনেকেই ছাঁটাই হয়েছেন এই দুঃসময়ে। অনেক সিনিয়র সাংবাদিকরা বেতন পাচ্ছেন না তাদের বেতন বন্ধ হয়ে গেছে তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। এইখানে সরকারের কোন প্রণোদনা নেই।

মির্জা ফখরুল বলেন, সংবাদকর্মীদের কে সত্য প্রকাশের দায়ে কারাগারে নেওয়া হচ্ছে। আমরা বহুবার বলেছি এটাই স্বাভাবিক ফ্যাসিস্ট গভারমেন্ট এর পক্ষে। তারা মনে করে যে কোন একটি খবর তাদের ক্ষমতায় থাকার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে।

তিনি বলেন, তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য এক দলীয় শাসন ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য কোন ভিন্নমাত্রা সহ্য করতে পারছে না তারা ভিন্ন মতকে দমন করছে। কি দেশ কি রাষ্ট্র কি সরকার। কি বলবো বলতে বলতে আমরা হয়রান হয়ে গেছি।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের মধ্যে পিপিই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এ কথা বলেন। নিউজটি শেয়ার করুন।