ইরানের ওপর থেকে অবিলম্বে সবধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানালো চীন

ইরানের ওপর থেকে অবিলম্বে সবধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানালো চীন

 

আন্তর্জাতিক ডেস্ক :জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪৩তম অধিবেশনে চীনের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি লিউ হুয়া এ আহ্বান জানান। চায়না ডেইলি, শিনহুয়া, পার্সটুডে

মানবাধিকার পরিষদের বৈঠকে উপস্থিত দেশগুলোকে উদ্দেশ করে তিনি বলেন, কোনো দেশের সম্মতি ছাড়া সেই দেশের ওপর বাইরে থেকে কোনো ব্যবস্থা চাপিয়ে দিলে, সেখানে কোনো আলোচনার পরিবেশ তৈরি হয় না।

নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়ার ফলে মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটে বলেও তিনি জানান।

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় ইরানের বর্তমান সংকটের কথা উল্লেখ করে লিউ হুয়া বলেন, ভাইরাস শনাক্ত করার কিটসহ অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি নিয়ে ইরানের পাশে দাঁড়িয়েছে চীন।

আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে ইরানে একদল স্বেচ্ছাসেবীকেও পাঠিয়েছে চীন সরকার।

সংকটময় পরিস্থিতি উত্তরণে চীনের মতো বিশ্বের অন্যান্য দেশকেও ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান চীনের মানবাধিকার বিষয়ক এই বিশেষ প্রতিনিধি।amarbangl.tv