শনিবার থেকে বেতনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।
নিজস্ব প্রতিবেদক :মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে শুক্রবার (১ মে) এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, শিক্ষক ও কর্মচারীরা সরাসরি অধিদফতরের ইলেক্ট্রনিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলে রেজিস্ট্রেশন করবেন। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা রেজিস্ট্রেশনের প্রেক্ষাপটে অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। আবেদনকারীরা এসময় এমপিওভুক্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন।
আদেশে আরো বলা হয়, প্রতিষ্ঠান প্রধানরা ৪ মে’র মধ্যে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন পাঠাবেন। আবেদনগুলো শিক্ষা কর্মকর্তারা ৬ মে’র মধ্যে নিস্পত্তি করে জেলা কর্মকর্তাদের কাছে পাঠাবেন। ৮ মে’র মধ্যে বিষয়টি নিস্পত্তি করে আঞ্চলিক উপপরিচলকদের কাছে পাঠাতে হবে। ১৩ মে’র মধ্যে নিস্তত্তি করে তারা ইএমআইএস সেলে পাঠাবেন।
এর আগে বুধবার (২৯ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক হাজার ৬৩৩টি স্কুল ও কলেজের তালিকাসহ মাউশির মহাপরিচালককে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীদের এমপিও কোর্ড দেওয়ার নির্দেশ দেয়।