সংবাদপত্রের বকেয়া পরিশোধে মন্ত্রিপরিষদে চিঠি দেয়ার কথা জানালেন তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সংবাদপত্রের বকেয়া যাতে সব মন্ত্রণালয় পরিশোধ করে সেজন্যেই মন্ত্রিপরিষদ থেকে চিঠি দিয়ে দেওয়া হয়েছে। সেটির পরিপ্রেক্ষিতে প্রয়োজনে আমরা আগামী সপ্তাহে আমাদের মন্ত্রণালয় থেকে আরেকটা তাগিদপত্র সব মন্ত্রণালয়ে দেব।
তিনি বলেন, দুর্যোগের মধ্যে আশা জাগানিয়া সংবাদ পরিবেশন করে মানুষকে জীবন সংগ্রামে টিকিয়ে রাখার মনোবল যোগাতেও সংবাদমাধ্যমের প্রতি আহবান করছি। করোনায় আক্রান্ত সাংবাদিকদের জন্য সুচিকিৎসা ও ডিআরইউ সদস্যদের জন্য সম্ভাব্য সরকারি সহায়তা করা হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে নোয়াব প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে সংবাদপত্র মালিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, আপনারা চেষ্টা করবেন, যাতে করে ইতিবাচক সংবাদগুলো বেশি করে আসে। এছাড়া আন্তর্জাতিক মাধ্যমেও অনেক সময় নেতিবাচক সংবাদ আসে, যেগুলো অনেক সময়ই বাস্তব চিত্রের সঙ্গে মিলে না। আমি দেখেছি, গতকাল বিদেশি গণমাধ্যমে এমন একটি সংবাদ এসেছে। যেটি এখানে অনেক পত্রিকায়ই ছাপা হয়নি। এ জন্য আপনাদের ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, আপনারা সংবাদপত্র পরিচালনা করার জন্য যে ঋণের কথা বলেছেন, সে বিষয়েও আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলব। যেহেতু সংবাদপত্র আমার দৃষ্টিতে একটি সার্ভিস সেক্টর। আপনারা শিল্প মন্ত্রণালয় থেকে শিল্প হিসেবেও কিছু সুবিধা পান। পাশাপাশি সার্ভিস সেক্টর হিসেবেও আমি মনে করি এখানে সুযোগ রয়েছে। সূত্র : বাসস, বাংলাট্রিবিউন।