বোয়ালখালীতে আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী,আল-চিশতী (মা,জ্বি,আ)’র নির্দেশক্রমে খিতাবচরে ৩য় ধাপে ইফতার সামগ্রী বিতরন।
আমার বাংলা টিভি ডেস্কঃ আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী,আল-চিশতী (মা,জ্বি,আ)’র নির্দেশক্রমে সারা দেশে চলমান সমাজের অসহায় এবং মধ্যবিত্ত পরিবারের মাঝে ঘরে ঘরে ইফতার সামগ্রী বিতরন ০১ লা মে শুক্রবার বোয়ালখালী উপজেলার খিতাবচর গ্রামে অনুষ্ঠিত হয়।
আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া,খিতাবচর শাখার ব্যবস্থাপনায় সংগঠনের খিতাবচর শাখার সভাপতি মোহাম্মদ নূরুল আলম এ্যানী’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এবং রাজনীতিবিদ সাইদুর রহমান খোকা,উপদেষ্টা ছরওয়ার জামান,মোহাম্মদ সাইফুদ্দিন।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ হোসেন মাষ্টারের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মছিবুর রহমান বাবুল,আবদুল আলম নীরব,আরিফুল হাসান রুবেল,আবদুল খালেক রুবেল,মোহাম্মদ আবদুস ছবুর,শোয়েব রহমান রুবেল,শাফায়াত উল্লাহ্-খান (জনি),শওকত হোসেন,এমদাদুল ইসলাম সেলিম,সাজ্জাদ হোসেন সিবলু,খোরশেদ আলম মাষ্টার,মিজানুর রহমান আদ্র,ইরফান হোসেন ইমু,আব্দুল মালেক বাবু,আব্দুল করিম মুন্না,মোরশেদ আলম সহ আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া,খিতাবচর শাখার কর্মকর্তা এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সরকারি দিক-নির্দেশনা মোতাবেক সংগঠনের পক্ষ থেকে ৩য় ধাপে সমাজের অসহায় এবং মধ্যবিত্ত পরবারের ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছিয়ে দেওয়া হয়।
বক্তারা বলেন,জাতির এই ক্রান্তিলগ্নে আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন,শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী,আল-চিশতী (মা,জ্বি,আ) সারা দেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তারই ধারাবাহিকতায় ৩য় ধাপে আজ ইফতার সামগ্রী মানুষের ঘরে পৌঁছিয়ে দিয়েছি এবং আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।