ত্রাণ চাইতে গিয়ে লাঞ্ছিত হওয়া সেই
বৃদ্ধা র পাশে পায়েল ফাউন্ডেশন।
আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রামের ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ত্রাণ চাইতে গিয়ে লাঞ্ছিত হওয়া সেই বৃদ্ধা কে দেখতে এবং খাদ্যসামগ্রী উপহার নিয়ে পায়েল ফাউন্ডেশন।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে পায়েল ফাউন্ডেশন পক্ষ থেকে তাকে খাদ্যসামগ্রী উপহার এবং চিকিৎসা ব্যবস্থা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পায়েল ফাউন্ডেশন এর চেয়ারম্যান ফাহাদ চৌধুরী দিপু,
শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সারোয়ার আলম রিফাত,
এর আগে রোববার (২৬ এপ্রিল) দুপুরে ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেমের কার্যালয়ে ত্রাণ নিতে গেলে ষাটোর্ধো এই বৃদ্ধাকে লাঞ্চিত করার অভিযোগ উঠে কাউন্সিলরের এক অনুসারীর বিরুদ্ধে। এ সময় বৃদ্ধাকে লাথি দেওয়ারও অভিযোগ উঠে। আবুল হাসেম বিএনপি’র সমর্থন নিয়ে কাউন্সিলর নির্বাচিত হন।
এ ঘটনার প্রতিবাদে উপস্থিত লোকজন বিক্ষোভ করলে ওই নারীকে ত্রাণের প্যাকেট দিয়ে বিদায় দেওয়া হয়।
এই নিয়ে ফাহাদ চৌধুরী দিপু বলেন ,বর্তমান সময়ে সকল কে মানবিক হতে হবে। পায়েল ফাউন্ডেশন বরাবরের মত বিডি আর মাঠ সংলগ্ন আর কিছু অসহায় মানুষের মাঝে পায়েল ফাউন্ডেশন এর উপহার বিতরন করে।