আমার বাংলা টিভি ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে বুধবার, ২৯শে এপ্রিল নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় নিত্য খাদ্য সামগ্রী বিতরণ করছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ ভাইসহ যুবদল নেতৃবৃন্দ।
এসময় বলেন, দেশের মানুষ যখন খাদ্যের অভাবে দিন পার করছে তখন সরকার ত্রাণ বিতরণের নামে তামাশা শুরু করেছে। দলীয়নেতা-কর্মীদের দিয়ে ত্রাণ বিতরণ করে, নিজেদের দলের মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে এবং অন্য দিকে ত্রাণ চুরির ইতিহাস তৈরি করছে।
এসময় মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি আজমুল হুদা রিংকু, ফজলুল হক সুমন, মিয়া মোঃ হারুন, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, শাহিন পাটোয়ারী, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাচা, মজিবুর রহমান রাসেল, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, সহ সম্পাদক আতিকুর রহমান, আরিফ হোসেন, জাহাঙ্গীর আলম মানিক, সদস্য লতিফুর বারী সুমন, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খাঁন রাজু, ডবলমুরিং থানা যুবদল নেতা সাইফুল আলম রুবেল, একরাম ছিদ্দিকী, মোঃ সাইমন, মোঃ ইউসুফ, রনি, সাকিব, অপু, রিপন, রাকিব, আজাদ, রিপনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।