আমার বাংলা টিভি ডেস্ক :হোয়াটসঅ্যাপ-এর তরফ থেকে জানানো হয়েছে একসঙ্গে আট জন ভিডিও কলে যোগ দিতে পারবেন। এতদিন এই অ্যাপ ব্যবহার করে সর্বোচ্চ চার ভিডিও ও অডিও কল করতে পারতেন। ফেসবুক জানিয়েছে আগামী সপ্তাহ থেকে সব হোয়াটসঅ্যাপ গ্রাহক এই ফিচার ব্যবহার করতে পারবেন।
সম্প্রতি এক ফেসবুক পোস্টে হোয়াটসঅ্যাপ থেকে একসঙ্গে ৮ জন ভিডিও কলের ফিচার প্রকাশ করেছেন কোম্পানির প্রধান মার্ক জাকারবার্গ। তিনি বলেন, নিয়মিত ৭০ কোটি গ্রাহক হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জার ব্যবহার করে কল করেন। প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখতে চার জনের পরিবর্তে এবার হোয়াটসঅ্যাপ কলে ৮ জন যোগ দিতে পারবেন।
হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট টুইটারে জানিয়েছেন আগামী সপ্তাহের মধ্যে সব আইফোন ও অ্যানড্রয়েড গ্রাহকের ফোনে এই ফিচার পৌছে যাবে। অর্থাৎ আগামী স্টেবেল আপডেটেই নতুন গ্রুপ কলিং ফিচার পৌঁছবে হোয়াটসঅ্যাপ-এ।
একই ফেসবুক পোস্ট থেকে ম্যাসেঞ্জার রুমস লঞ্চের কথা জানিয়েছেন জাকারবার্গ। এর ফলে ম্যাসেঞ্জার থেকেই একসঙ্গে ৫০ জন ভিডিও কনফারেন্স করতে পারবেন। জুম-কে টেক্কা দিতেই এই ফিচার নিয়ে এসেছে ফেসবুক।
বিশ্বব্যাপী মোট ২৫০ কোটি গ্রাহক ম্যাসেঞ্জার ব্যবহার করেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সবার কাছে এই ফিচার পৌঁছে যাবে। ভিডিও কলে হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রাম গ্রাহকদের যোগ দেয়ার ব্যবস্থা থাকছে। এমনকি ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও আমন্ত্রণের লিঙ্কে ক্লিক করে ব্রাউজার থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেয়ার ব্যবস্থা থাকছে।