ত্রাণ চাওয়ায় বৃদ্ধ মহিলাকে লাথি মারে কাউন্সিলরের অনুসারীরা

ত্রাণ চাওয়ায় বৃদ্ধ মহিলাকে লাথি মারে কাউন্সিলরের অনুসারীরা কান্নায় ভেঙে পড়ে বৃদ্ধ মহিলা।

আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম হালিশহর ২৬ নং ওয়ার্ড় কাউন্সিলর আবুল হাশেমের অনুসারীরা এক বৃদ্ধ মহিলাকে লাথি মারার ঘটনা ঘটেছে। সারাবিশ্বে মতো বাংলা দেশেও করোনা ভাইরাসের সতর্কতা অবলম্বন করতে গিয়ে অসহায় হয়ে পড়ে সাধারণ মানুষ। ক্ষুধার জ্বালা সইতে না পেরে নুরজাহান (৬০) নামে স্বামীহারা এক বৃদ্ধ মহিলা ওয়ার্ড় কাউন্সিলরের অফিসে যান ত্রাণ আনতে, ত্রাণ না দিয়ে অপমান করে লাথি মেরে তাড়িয়ে দেন কাউন্সিলর আবুল হাশের অনুসারীরা।

এবিষয়ে কাউন্সিলর আবুল হাশেম আমার বাংলা টিভিকে জানান, আমরা সরকারের দেওয়া ত্রাণ বিতরণের জন্য আওয়ামী লীগ, বিএনপি সহ সবাই ওয়ার্ড় অফিসে বসে মিটিং করছিলাম। অফিসের বাহিরে কি হচ্ছে আমরা জানি না।অফিসের বাহিরে চিৎকার শুনে বাহির হলে, মানুষ কাজ থেকে ঘটনার বিষয় জানতে পারলাম। তবে লাথি মারার বিষয় টি সত্য নয়।

তিনি আরো বলেন,স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে সমন্নয় করেই দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বুঝিয়ে দেওয়া জন্য মিটিং চলছে। আমি কাউন্সিলর হিসাবে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের চাপ ও রয়েছে।

এবিষয়ে ওয়ার্ড়ের অফিস সহকারী ফোকান জানান, ওয়ার্ড় অফিসে যখন ত্রাণ বিতরণের জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মিটিং চলছিলো তখন এই বৃদ্ধ মহিলা আসে ত্রণের জন্য। এই মহিলাকে আরো দুই তিন বার ত্রাণ দেওয়া হয়েছে। তবে ঘটনা  ঘটেছে অফিসের বাহিরে।

বৃদ্ধ মহিলার ছেলে আমার বাংলা টিভিকে বলেন, আমি ঘটনার স্থানে ছিলাম না তবে ঘটনা সত্য। আমার মা ওয়ার্ড় অফিসে গিয়েছিলো ত্রাণ আনতে, পরে আমি মানুষের কাছ থেকে শুনতে পায় ও মা আমাকে বলে, আমার মাকে ত্রাণ না দিয়ে তাড়িয়ে দেয় এবং কাউন্সিলরের অনুসারী নাছির নামে এক লোক আমার মাকে লাথি মেরে তাড়িয়ে দেয়।