পটিয়া,রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবাও খাদ্য সামগ্রী বিতরণ

চট্টগ্রাম পটিয়ায় রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবাও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী উদ্বোধ।  

 

আমার বাংলা টিভি ডেস্কঃ ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর থেকে সরকারি রেজিট্রেশন ভুক্ত রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থাটি আজ অবদি কাজ করে আসছেন মানব কল্যাণে।

মহামারী নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের ঘোষিত টানা ছুটিতে আয় উপার্জনহীন অসহায়, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থা। সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায় পরিবারগুলোর ঘরেঘরে পৌঁছে দেওয়া নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

বিনামূল্যে চিকিৎসা নিতে আশা রোগীদের সাথে কথা বলছেন সভাপতি মিজানুর রহমান           

এছাড়া চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই পল্লী সংস্থার উদ্যোগে আজ মঙ্গলবার থেকে রশিদাবাদ কমিউনিটি ক্লিনিকে সপ্তাহে তিনদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা প্রদান করা হবে চিকিৎসা সেবা। এই দুঃসময়ে সাধারণ মানুষকে সেবা দিতে কয়েকজন মানবিক চিকিৎসককে সাথে নিয়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থার সভাপতি মোঃ মিজানুর রহমান ও স্বাস্থ্য টিমের পরামর্শক সাবেক সভাপতি  মোঃ কামাল উদ্দীন চৌধুরী।

চিকিৎসকরা নিয়মিত রোগীর দেখাশোনা করছেন 

চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধনে উপস্থিত ছিলেন, পল্লী সংস্থার সভাপতি মিজানুর রহমান, স্বাস্থ্য টিমের পরামর্শক ও সাবেক সভাপতি কামাল উদ্দীন চৌধুরী, প্রতিষ্ঠাকালীন অর্থ সম্পাদক মোঃ শফিকুল মান্নান, ডাঃ সাহাব উদ্দীন, করোনাভাইরাস মোকাবেলা কমিটির সদস্য সচিব এস.এম হারুনুর রশীদ, স্বাস্থ্য টিমের তত্বাবধায়ক কাজী ওবাইদুল আকবর, অর্থ সম্পাদক সাজ্জাত হোসেন, প্রধান সম্বনায়ক মাহামুদুল হাসান, সম্বনায়ক কাজী ওয়াহিদ, টিমের সদস্য টুটুল, তুষার, রুবায়েত, তারেক, নজরুল, আহমদ, আনিছ ও আরাফাত।
সংস্থার সভাপতি মিজানুর রহমান ও সাবেক সভাপতি কামাল উদ্দীন চৌং  জানান, বিশ্বব্যাপী এ মহামারীর শুরু থেকেই  আমরা সাধারণ জনগণের পাশে থাকার চেষ্টা করছি।

ইতিমধ্যে হ্যান্ড স্যানিটাইজার, ডেটল সাবান সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী মানুষের ঘরেঘরে পৌঁছে দিয়েছি। এখন চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। রশিদাবাদের গর্ভিত সন্তান, জাতীয় সংসদের হুইপ জনাব সামশুল হক চৌধুরী (এম.পি) মহোদয় আমাদের সাথে আছেন এবং সবসময় থাকবেন।

সরকারি রেজিস্ট্রেশন ভুক্ত রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিনামূল্য স্বাস্থ্যসেবা, ঔষধ ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান। ঘরেই থাকুন, সুস্থ থাকুন, আমরা আছি আপনাদের সেবাই।