কাপ্তাই চিৎমরম মুসলিম পাড়ায় ঈদ- এ মিলাদুন্নবী(সাঃ) উদযাপন

 

আমার বাংলা টিভি ডেস্ক / রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি): রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরম মুসলিম পাড়ায় মিলাদুন্নবী (সঃ) উদযাপন কমিটি আয়োজনে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে চিৎমরম মুসলিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে কাপ্তাই চিৎমরম মুসলিম পাড়া জামে মসজিদ সংলগ্ন প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালীটি চিৎমরম মুসলিম পাড়া প্রদক্ষিন করে চিৎমরম বাজার শেষ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে মিলাদ মাছ্ফিল উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

মিলাদুন্নবী(সঃ)উদযাপন কমিটি সার্বিক সহযোগিতা চিৎমরম মুসলিন পাড়া এলাকাবাসীও প্রবাসী মসজিদ- মাদ্রাসা এবং সমাজ কমিটি চিৎমরম ইউনিয়ন শাখা ও চিৎমরম মুসলিম পাড়া যুব সমাজ আয়োজনে জশনে জুলুসে ইদে মিলাদুন্নবী (স) মাহফিলের উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন চিৎমরম মেম্বার আব্দুল রাজ্জাক, মোঃ জসিম, মোঃ আমিন, মোঃ হাবিব উল্লাহ, মোঃ শহিদুল্লাহ, সাবেক মেম্বার আলম, বাদল মেম্বারসহ প্রমুখ।

এতে আরো উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিভিন্ন এলাকা মহল্লা যুব নেতৃবৃন্দ।

অনুষ্টানে সভাপতিত্ব করেন, চিৎমরম মুসলিম পাড়া জামে মসজিদ সভাপতি আলহাজ্ব আহম্মদ সৈয়দ, এসময় প্রধান বক্তা সৈয়দ আহমদুল হক মাইজ ভান্ডারি, নায়েবে সাজ্জাদানশীল গোমদন্ডী দরবার শরীফ, বোয়ালখালী, চট্রগ্রাম খতিব হযরত শাহ জাহান শাহ (রহ) মাওলানা জামে মসজিদ মাদান বিবিরহাট চট্রগ্রাম।

বিশেষ বক্তা, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মহব্বত আলী আল কাদেরী, প্রতিষ্ঠাতা তৈয়বিয়া তাহেরীয়া দাখিল মাদ্রাসা মাতার বাড়ি মহেষখালী, চট্রগ্রাম।

বিশেষ ওয়াজেন, হযরত মাওলানা মুহাম্মদ হোসাইন আল কাদেরী আরবী মুদারিস, মির্জা হোসাইন তৈয়বিয়া তাহেরীয়া মাদ্রাসা,মোগলের হাট, রাঙ্গুনিয়া, চট্রগ্রামও খতিব, চিৎমরম মুসলিম পাড়া জামে মসজিদ।

বিশেষ অতিথি, হযরত মাওলানা কাজী জাহিদুল ইসলাম আল কাদেরী,খতিব ঢাকা কলোনী জামে মসজিদ ও শিক্ষক, আল আমিন নূরীয়ী দাখিল মাদ্রাসা, কাপ্তাই রাঙামাটি।

আরোও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা মুহাম্মদ হাবিবুল্লা আল কাদেরী, খবিব রঃই সিকান্দার জামে মসজিদ নিশ্চিন্তাপুর রাঙ্গুনিয়া, চট্রগ্রাম।

সভায় বক্তারা বলেন, ১২ রবিউল আওয়াল সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী (সাঃ) পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) সারা বিশ্বের ন্যায় রাঙামাটি জেলায় কাপ্তাই চিৎমরম মুসলিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে উদযাপন করা হয়।

ঈদে মিলাদুন্নবী (সাঃ) পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়। মানবতার মুক্তির অগ্রদ্রুত হযরত মুহাম্মদ (সাঃ) এই পৃথিবীতে মানব জাতির মুক্তির জন্য ইসলাম ধর্ম প্রচার করেছেন, ইসলামের সঠিক জ্ঞান আহরন করে সঠিকভাবে তা মেনে চলার জন্য আহ্বান জানান।

এসময় বক্তারা আরো বলেন, আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করতে এই দিনে তৌহিদের মহান বাণী নিয়ে এসেছিলেন এ মহামানবী হযরত মুহাম্মদ মোস্তফা(সঃ) বিশ্বের মুসলিম সম্প্রদায়সহ শান্তিকামী প্রত্যেক মানুষের কাছে আজকের দিনটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ।