করোনাঃ চিকিৎসক দের জন্য দেশের ক্লান্তি লগ্নে ঝুঁকি নিয়ে পিপিই বানাচ্ছে স্মার্ট জ্যাকেট বিডি লিমিটেড

করোনাঃ চিকিৎসক দের জন্য দেশের ক্লান্তি লগ্নে ঝুঁকি নিয়ে পিপিই বানাচ্ছে স্মার্ট জ্যাকেট বিডি লিমিটেড

 

নিজস্ব প্রতিবেদকঃ দেশে করোনা ভাইরাস মোকাবেলায় নিয়োজিত চিকিৎসকসহ সংশ্লিষ্টদের জন্য এক লাখ ব্যাক্তিগত সুরক্ষা পোশাক- পিপিই তৈরী করছে চট্টগ্রামের স্মার্ট জ্যাকেট বিডি লিমিটেড।ইতোমধ্যে ৫০ হাজার পিস তৈরী করে ঢাকায় পাঠানো হয়েছে।বাকিগুলো তৈরীর কাজ চলছে দ্রুততার সাথে।এসব পোশাক শতভাগ সুরক্ষা দেবে জানিয়েছেন

চট্টগ্রাম ইপিজেড এর স্মার্ট জিন্স পোশাক কারখানার কতৃপক্ষ। এখানকার কয়েক হাজার শ্রমিক এতোদিন পোশাক তৈরি করলেও এখন দিনরাত ব্যস্ত ডাক্তারসহ সংশ্লিষ্টদেরদের জন্য পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট বা পিপিই বানাতে।

আমেরিকার নায়াগ্রা জলপ্রপাতে ব্যবহারে রপ্তানির জন্য পিপিই তৈরি করছিলেন তারা। কিন্তু দেশের সংকটময় মহূর্তে আমেরিকার সেই অর্ডারের পিপিই এই মুহুর্তে রপ্তানি না করে এসব পিপিই তারা তুলে দিচ্ছেন সরকারের হাতে। ব্যবহৃত হচ্ছে চীন থেকে আনা আলাদা ধরণের কাপড়, আর্ন্তজাতিক মান রক্ষায়। ব্যবহার হচ্ছে বিশ্বমানের সেলাই মেশিনও। আর দেশ ও সকল মানুষের মঙ্গল কামনায় জীবনের ঝুঁকি জেনেও নিজেদের নিরাপদ রেখে নিরলসভাবে কাজ করছেন শ্রমিকরা।

দেশের এমন দুর্যোগ পরিস্থিতিতে নিজেদের শ্রম ও মেধা দিয়ে কাজ করতে পারায় আমাদের ভালো লাগছে এবং এই কাজ অনেক উৎসাহ নিয়ে করছে বলে জানান শ্রমিক রা,,,

ফ্লোর ইনচার্জ ইশরাত জাহান আমরা বাংলা ডট টিভিকে বলেন দুর্যোগময় পরিস্থিতি জেনেও দেশের জন্য ভালো কাজ করতে পারায় আমি গর্ববোধ করছি। এই মুহুর্তে আমি গর্বঅনুভব করছি আমার সব শ্রমিকদের নিয়ে, সবাই অনেক উৎসাহ নিয়েই কাজ করে যাচ্ছে।

স্মার্ট জ্যাকেট ম্যানেজার মো: জাহাঙ্গির আলম আমার বাংলা ডট টিভিকে বলেন,আমরা কাজটা করতেছি দেশের বৃহত্তর সার্থে, যেহেতু সারাদেশে এখন করোনা ভাইরাসে মানুষের মনে আতংক ছড়িয়ে পড়ে। সবাই বাসা থেকে বাহির হতে পারছেনা যেখানে সারাদেশ অঘোষিত লকডাউন। সে খানে আমাদের ওয়ার্কারা হেল্প মিনিস্টার, ডাক্তার, নার্সদের জন্য রাত-দিন পরিশ্রম করে পিপিই গুলো তৈরি করছে। দেশের স্বার্থ রক্ষা করার জন্য আমাদের কারখানা খোলা রেখেছি। আমরা যে পিপি গুলো তৈরি করছি-সেগুলো বাংলাদেশের কোন কারখানা দিতে পারছে না।কারণ আমাদের একশো মতো বিদেশি (স্পেশাল মেশিন) পিপি তৈরির মেশিন আছে। আমরা মনে করি আমাদের পিপিই গুলো ডাক্তার, নার্সরা ব্যবহার করলে করোনা রোগী অথবা যে কোন রোগী নিরাপদ নয় শুধু ১০০% নিরাপদে থাকবে। তাই বাংলাদেশের পেক্ষাপটে সারাদেশ অঘোষিত লকডাউ হয়ে আছে সেখানে আমাদের ওয়ার্কারা রাত-দিন পরিশ্রম করছে, বাংলাদেশের এমন সময়ে অংশীদার হতে পারায় আমাদের টপ ম্যানেজমেন্ট এবং চেয়ারম্যান সহ সবাই গর্ববোধ করছি।

স্মার্ট জ্যাকেট বিডি লিমিটেড নির্বাহী পরিচালক বিপ্লব মজুমদার আমার বাংলা ডট টিভিকে বলেন,আমাদের পঞ্চম ফ্লোর ছড়া, নিচের ফ্লোর গুলোর কাজ বন্ধ রয়েছে কোনো ওয়ার্কার নাই। হঠাৎ স্বস্থ্য মন্ত্রনালয় আমাদের কাজ থেকে পিপিই নেওয়ার চাহিদার কথা বলে, আমাদের যাঁরা ওয়ার্কার, ম্যানেজার আছে সবাই মিলে এক সাথে বসে, দেশের ক্লান্তিলগ্নে ঝুঁকি নিয়ে পিপিই বানানোর উদ্যোগ গ্রহণ করেছি। ওয়ার্কার দের বুঝিয়ে দিয়েছি, তাই বন্ধের সময়ে এসে সবাই কাজ করছে। ঝুঁকি আছে জেনেও আমাদের দেশের ডাক্তার, নার্সরা চিকিৎসা করবে, তাই ওয়ার্কার দের স্বাস্থের কথা চিন্তা করে যতটুকুর করা দরকার সাবান, মাস্ক এবং হেক্সিসল দিয়ে কাজ করার জন্য ব্যবস্থা করেছি। তিনি আরো বলেন, কারখানাটি ইতোমধ্যে ৫৮ হাজার পিস পিপিই সরকারকে বুঝিয়ে দিয়েছে। প্রয়োজনে আরো লাখ পিস তৈরির সক্ষমতা ও দক্ষ জনবল রয়েছে আমাদের। পিপিই সংকটের এই মুহূর্তে এই প্রতিষ্ঠানে আরো এক লাখ তৈরীর কাঁচামাল মজুদ রয়েছে।
সারা বিশ্বের মত দেশের এই দুর্যোগময় সময়ে অনেক দুঃসংবাদের মধ্যে এটিকে আশার আলো হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।