প্রাথমিকে পাঠদান শুরু করতে পালাক্রমে শিক্ষার্থীদের উপস্থিতিসহ বিভিন্ন প্রস্তাব
আমার বাংলা টিভি ডেস্ক : কোভিড পরবর্তীতে প্রাথমিক বিদ্যালয় খুলতে গাইডলাইন তৈরি করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে, প্রতিদিন অর্ধেক শিক্ষার্থীর উপস্থিতি। স্কুলে প্রবেশের পুর্বে সাবান দিয়ে হাত ধোয়া। মাস্ক ব্যবহার নিশ্চিত করা। তাপমাত্রা মাপার ব্যবস্থা রাখা।
খসড়া গাইডলাইনে বলা হয়, শিক্ষার্থীরা নিজ দায়িত্বে মাস্ক পরিধান নিশ্চিত করবে। হাত ধোয়া, ক্লাসে বসার বেঞ্চ পরিস্কার করা, স্কুলে পর্যাপ্ত পানির ব্যবস্থা নিশ্চিত করা বিদ্যালয়ের দায়িত্ব। প্রতিটি স্কুলকে বার্ষিক যে ৫০ হাজার টাকা দেয়া হয়, সেখান থেকে এসকল ব্যয় করতে হবে।
সিনিয়র সচিব আকরাম আল হোসেন বলেন, গাইডলাইন তৈরির কাজ শেষের পথে। দ্রুতই তা নীতিমালা আকারে জারি করা হবে। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এখনো খোলার সিদ্ধান্ত হয়নি, কোভিড পরিস্থিতি বিবেচনায় সরকার এ সিদ্ধান্ত নেবেন।
মঙ্গলবার গাইডলাইন নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক হয়। গাইডলাইন মনিটরের দায়িত্বে থাকবে স্কুল ম্যানিজং কমিটি, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন।