বয়কট বয়কট খেলা নিয়ে কেন নীরব শাকিব খান !

বয়কট বয়কট খেলা নিয়ে কেন নীরব শাকিব খান !

 

আমার বাংলা টিভি বিনোদন ডেস্ক : ঈদুল আযহার আর মাত্র কয়েকদিন বাকি। ঈদকে সামনে রেখে কোরবানির প্রস্তুতি ছাড়া ঢাকার চলচ্চিত্রের চাহিদা সম্পন্ন অভিনেতা শাকিব খানের আর কোনো ব্যস্ততা নেই। কোভিডের প্রাদুর্ভাবে সব কিছু স্থবির হয়ে পড়েছে। বন্ধ রয়েছে তার হাতে থাকা দুটি ছবির কাজ। নেই নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের কাজও। শুধু টিভির পর্দায় দেখা যাবে তার পুরনো ছবিগুলো ।

এই পরিস্থিতিতে অলস সময় কাটানো ছাড়া আর কাজই বা কি থাকবে। লক্ষ্য করার বিষয় হলো, গত কিছুদিন থেকে বয়কট বয়কট খেলা নিয়ে চলচ্চিত্রশিল্প বেশ উত্তপ্ত । একদিকে মিশা সওদাগর- জায়েদ খান, আরেকদিকে চলচ্চিত্রশিল্পের ১৮টি সংগঠন। কিন্তু এই উত্তাল পরিস্থিতিতে চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়েও শাকিব খান একেবারেই নিশ্চুপ। তিনি নিজেও একবার বয়কট হয়েছিলেন । তখন চলচ্চিত্র পরিবারের আহবায়ক ছিলেন ফারুক । কিন্তু এখন তিনি বয়কটের বিরোধিতা করছেন। যাহোক শাকিব খানের প্রতিনিধি হিসেবে কাজ করছেন অংশীদার প্রযোজক মোহাম্মদ ইকবাল । শিল্পী সমিতির ১৮৪ জন ভোটাধিকার বঞ্চিত শিল্পী প্রযোজক পরিবেশক সমিতির কাছে অধিকার ফিরে পাওয়ার জন্য বিচার চেয়েছে । amarbangla.tv

প্রযোজক পরিবেশক সমিতি বিষয়টি ১৮টি সংগঠনসহ গ্রহণ করেছে এবং শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে মিশা সওদাগর ও জায়েদ খানকে পদত্যাগ করতে বলেছে। এই প্রেক্ষিতে জায়েদ খান প্রশ্ন তুলেছেন, তাদেরকে শিল্পী সমিতি থেকে পদত্যাগ করার কথা বলার প্রযোজক পরিবেশক সমিতি কে ? তবে বঞ্চিত এই শিল্পীরা নতুনভাবে শাকিব খান ও অমিত হাসানকেই আবার এই দুই পদে চাইছে। তাদের কথা হলো, শাকিব-অমিতের সময় শিল্পী সমিতিতে কোনো অনিয়ম ছিল না ।

কোনো প্রকার অর্থনৈতিক লেন-দেন নিয়েও কোনো সমস্যা ছিল না । সুতরাং সমিতির উন্নতির জন্য তাদেরকেই প্রয়োজন । কিন্তু শাকিব খানের এসব নিয়ে কোনো মাথাব্যথা নেই। তার কাছে কাজটাই মুখ্য। ইতোমধ্যে কোরবানির জন্য সাবেক স্ত্রী অপু বিশ্বাস অর্থ চেয়েছেন শাকিবের কাছে। কারণ ছেলেটি অপুর কাছেই বড় হচ্ছে। এ ব্যাপারে অবশ্য শাকিব এখনো কিছু বলেননি । amarbangla.tv

তবে তিনি গণমাধ্যমকে বলেছেন, এবার বাপ-বেটা মিলেই কোরবানি দেবেন । শেয়ার করুন ।