৭ নভেম্বর না হলে এ দেশ স্বাধীন হতো কিনা এতে সন্দেহ আছে এ এম নাজিম উদ্দিন

চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের সভায় বক্তব্য রাখছেন এ এম নাজিম উদ্দিন।

 

আমার বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন বলেছেন, ৭ নভেম্বর না হলে এ দেশ স্বাধীন হতো কিনা এতে সন্দেহ আছে, স্বৈরাচারী হাসিনা পালিয়েছে শুধু তাই নয় তার দলকেও ডুবিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের আর কোন সরকার পালিয়ে যায় নাই। আওয়ামী লীগ একটি বিভ্রান্তের দল তারা যেভাবে বড় বড় কথা বলেছেন তার ধারে কাছেও থাকে না। কোন ধরনের কথার মিল নেই, আওয়ামীলীগ একটি ভাওতাবাজির দল। এই দল মানুষকে ধোঁকা দেয়, আমাদের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল ছাড়া এখানে শ্রমিক দলের আর কোন সংগঠন নেই, শ্রমিকদের দাবি আদায়ের জন্য শ্রমিক কর্মচারী দল (২৩০৭) এর কোন বিকল্প নেই।

ওয়াসার শ্রমিকদের স্থায়ী নিয়োগ করতে হবে। পেনশন প্রথা চালু করতে হবে। পদোন্নতি দিতে হবে। চট্টগ্রামের ওয়াসার শ্রমিকদের শূন্য পদ পূরণ করতে হবে। অন্যথায় শ্রমিকেরা আন্দোলন করলে আমরা শ্রমিকেরা সর্বাত্মক সহযোগিতা করবো এতে কোন সন্দেহ নেই।

বিপ্লব সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী দলের উদ্যেগে আজ ২৬ নভেম্বর (মঙ্গলবার) বেলা ১২ টায় ওয়াসা ভবন চত্বরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম ওয়াসার শ্রমিক দলের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও মহিউদ্দিন মানিকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, বিগত ১৫ বছর ওয়াসাকে স্বৈরাচারী সরকার ইচ্ছামত ব্যবহার করেছে। এমডি হিসেবে একজন লজ্জাহীন ব্যক্তিকে বসিয়াছিলেন। আজ সে অপমানিত হয়ে যেতে বাধ্য হয়েছে।

চট্টগ্রাম ওয়াসা শ্রমিকদের যে সমস্ত দাবি-দাওয়া আছে আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে তা বাস্তবায়ন করবে, স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার কারণে বৈষম্য আন্দোলন হয়েছে। আমাদের নেতা তারেক রহমান বৈষম্য আন্দোলন আহতদের খোঁজখবর নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে আমরা ২০০ জনের মত কর্মীকে সহায়তা করছি। আমরা বিশ্বাস করি আমাদের নেতা বলেছিলেন আন্দোলন সংগ্রাম এখনও শেষ হয়ে যায়নি। আরো অনেক গভীরে যেতে হবে, সবাইকে শান্ত থেকে ব্যক্তি ইমেজ বিনষ্ট না হয় এমন কর্মকান্ডে লিপ্ত না থাকার আহবান করছি।

বিপ্লব সংহতি দিবসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো: শাহ আলম, শফিকুর রহমান স্বপন, সাবেক কমিশনার হাসেম, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দিন, বিভাগীয় শ্রমিক দলের নেতৃবৃন্দের মধ্যে সিনিয়র সহসভাপতি ইদ্রিস মিয়া, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম স্বপন, শাহনেওয়াজ চৌধুরী, সি: যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, সহ সম্পাদক ইব্রাহিম ফরাজি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক হসিবুর রহমান বিপ্লব, মহানগর বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া, শফিকুল ইসলাম,ওয়াসা শ্রমিক দলের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, তৌহিদুল ইসলাম, রাঙ্গুনিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন, ওয়াসা শ্রমিক দলের নেতৃবৃন্দের মধ্যে কার্যকরী সভাপতি কামাল খান, সহসভাপতি বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মিয়া, ফরহাদ হোসেন, শাহজাহান, কামাল আবছার, খোকন, আবু জাফর, আবুল কালাম সহ প্রমুখ নেতৃবৃন্দ। www.amarbangla.tv শেয়ার