কাপ্তাইয়ে স্কুল ছাত্রী ধর্ষনের চেষ্টায় যুবক গ্রেফতার

 গ্রেফতার শরৎ তনচংঙ্গ্যা (৪৪)

আমার বাংলা টিভি ডেস্ক /রিপন মারমা কাপ্তাই(রাঙ্গামাটি) : রাঙ্গামাটি কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের দূর্গম মৈন পাড়া এলাকার এক ছাত্রী প্রাইভেট পরে আসার সময় ঝাপটে ধরে ধর্ষনের চেষ্টা করে। পরে ছাত্রী কে ধর্ষন চেষ্টার অভিযোগে শরৎ তনচংঙ্গ্যা (৪৪) নামে যুবককে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ এপ্রিল এ অভিযোগে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আটক যুবককে প্রধান ও একমাত্র আসামী করে কাপ্তাই থানায় একটি মামলা দায়ের করেন।

কাপ্তাই থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, রাঙ্গামাটি জেলা পুলিশ এর নির্দেশনায় কাপ্তাই থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন নেতৃত্বে এস আই মোঃ মনিরুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ফোর্স সহ স্কুল ছাত্রী ধর্ষন চেষ্টায় মামলা পলাতক আসামী শরৎ তনচংঙ্গ্যাকে আটক করতে সক্ষম হয় থানা পুলিশ সদস্যরা।

পুলিশ আরোও জানিয়েছেন, মামলার এই আসামীকে ধরা জন্যর আমরা বিভিন্ন সোর্স নিয়োগ করেছি অবশেষে সোর্সের মাধ্যমে জানতে পারি সেই সাফছড়ি মৈন পাহাড়ের একটা খামার বাড়িতে দীর্ঘদিন ধরে আত্মগোপন করে আসছিল। সকালে ৬ টা ৪৫ মিনিটের মৈন পাহাড়ের খামার বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়।

আসামী যুকককে একমাত্র প্রধান আসামী করে যার মামলা নং-০৪ তাং-১৩/০৪ /২১ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার অফিসার্স ইনচার্জ মোঃ নাসির উদ্দিন বলেন, ধর্ষনকারী যেই হোক কোন ছাড় নয়। আজ ২৫(এপ্রিল) সকালে কাপ্তাই থানা পুলিশ প্রশাসন আটক শরৎ তনচংঙ্গ্যা ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রাঙ্গামাটি জেলা আদালতে প্রেরন করা হয়।