রেলওয়ে পুলিশের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়

রেলওয়ে পুলিশের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করছেন

নিউজ ডেস্কঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপের এই সময়ে সতর্কতা অবলম্বন করে নাগরিকদের ঘরে থাকার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ছিন্নমূল হতদরিদ্র মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদার।

এসময় রেলওয়ে পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদার বলেন, আমাদের রেলওয়ে পুলিশ লাইন্সের সদস্যদের ক্ষুদ্র এই উদ্যোগের কারণে আজ গরীব অসহায় কর্মহীন ছিন্নমূল হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগে অন্তত ২০০টি পরিবারের ঘরে ঘরে সামান্য কিছু খাবার পৌঁছাতে পেরেছি যার পরিমাণ ছিলো (০৫কেজি চাল+০১কেজি ডাল+ ০১লিটার তেল+৫০০গ্রাম লবন+০২কেজি আটা+০১কেজি চিড়া+০২টি লাক্স সাবান )
সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

তিনি আরো বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন। এলাকার আশে পাশের ছিন্নমূল পরিবার ও মধ্যবিত্ত পরিবার যারা লোক লজ্জার ভয়ে কারো কাছে সাহায্য চাইতে পারে না সে সকল পরিবারের ঘরে ঘরে গোপনে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে প্রস্তুত রেলওয়ে পুলিশ সহ সারা বাংলাদেশর পুলিশ।

এসময় আরো উপস্থিত ছিলেন- রেলওয়ে গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম,সাংবাদিকসহ অন্যান্য পুলিশ সদস্যরা প্রমুখ।