টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওসমান গণি চৌধুরী ইন্তেকাল করেছেন
নিউজ ডেস্কঃটেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, সাতকানিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,টেরীবাজার ব্লাড ব্যাংক’র উপদেষ্টা, প্রবীন রাজনীতিবীদ,বাংলাদেশ দোকান মালিক সমিতির চট্টগ্রাম জেলা শাখার সহ সভাপতি লায়ন আলহাজ্ব ওসমান গণি চৌধুরী ইন্তেকাল করেছেন।
আজ ৩রা এপ্রিল ভোর ৫:১৫ মিনিটে আকস্মিকভাবে মৃত্যবরণ করেন।ভোরে সাতকানিয়া গ্রামের বাড়িতে খানেকা মসজিদে ফজরের নামাজ পড়তে গেলে সুন্নাত পড়া অবস্তায় মসজিদে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।স্থানীয় একটি হসপিটালে তাৎক্ষণিক নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বিষয় টি নিশ্চিত করেছেন টেরীবাজার ব্যবসায়ী সমতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান।
আজ বাদ আসর মরহুম ওসমান গনি চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, স্থান সাতকানিয়া স্কুল মাঠে।
টেরীবাজার ব্যাবসায়ী সমিতি ও তামাকুমন্ডি লেইন বনিক সমিতি, টেরীবাজার দোকান কর্মচারী সমিতি, টেরীবাজার ব্লাড ব্যাংক, টেরীবাজার ফ্রেন্ডস্ ডট কম, বাংলাদেশ দোকান মালিক সমিতির চট্টগ্রাম জেলা শাখার সহ ততা চট্টগ্রামের সকল ব্যবসায়ী সমাজ আজ গভীর ভাবে শোকপ্রকাশ করেছেন ও মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন।