লংগদুতে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

 

আমার বাংলা টিভি ডেস্ক / রিপন মারমা (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ রাঙ্গামাটি লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আলমগীর হোসেন (২৮)। তিনি লংগদু উপজেলার আটরকছড়া ইউনিয়নের করল্যাছড়ির মো. শাহ আলমের ছেলে। সোমবার (৪ অক্টোবর) বিকাল এক বাড়িতে বৈদ্যুতিক ওয়ারিংয়ের কাজ শেষ করে বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎ লাইন সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

লংগদু থানা ইনচার্জ সুজন হালদার জানায়, আলমগীর হোসেন পেশায় একজন ভাড়াতে মোটরসাইকেল চালক। পাশাপাশি তিনি বাড়ির বৈদ্যুতিক ওয়ারিংয়ের কাজ করতেন। সোমবার বিকাল করল্যাছড়ির আদর্শপাড়া এলাকায় মোঃবেল্লাল নামে এক ব্যক্তির বাড়ির বৈদ্যুতিক ওয়ারিংয়ের কাজ শেষ করে বৈদ্যুতিক লাইন খুটি থেকে সংযোগ দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে মাটিতে পড়ে যান। পরে এলাকাবাসীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অরবিন্দু চাকমা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই তিনি মারা যান। তার লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

লংগদু থানা ইনচার্জ সুজন হালদার আরোও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে।