মেধস আশ্রমে ঢাকের বাদ্যে দেবী দুর্গার আমন্ত্রণ

 

আমার বাংলা টিভি ডেস্ক /বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: দুর্গাপূজার উৎপত্তিস্থল চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা সন্ন্যাসী পাহাড় চূড়ার চণ্ডীতীর্থ মেধস আশ্রমে ঢাকের বাদ্যে ও চণ্ডী পাঠের মাধ্যমে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানিয়েছেন ভক্তরা। এসময় উলুধ্বনি-শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আশ্রম অঙ্গন। আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে শুভ মহালয়া উদযাপনের মধ্য দিয়ে সূচনা হয় দেবী পক্ষের।

শুভ মহালয়া উপলক্ষে চণ্ডীতীর্থে শ্রী শ্রী চণ্ডী পাঠ, চণ্ডী পূজা ও যজ্ঞের আয়োজন করা হয়। এতে পুণ্যার্থী ও ভক্তদের সমাগম ঘটে সকাল থেকে। ভোরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলিত করে মাঙ্গলিক আয়োজনের সূচনা করেন আশ্রমের মহারাজ শ্রীমৎ বুলবুলানন্দ।

তিনি জানান, মহালয়া উপলক্ষে ভোর ৪টা থেকে চণ্ডীপাঠ, ঢাকের বাদ্য, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন ও বৈজয়ন্তী ধ্বজা উড্ডয়নের মাধ্যমে দেবীপক্ষের উদ্বোধন করা হয়। এছাড়া দেবীকে আহ্বান জানিয়ে ভগবতীর পূজা অর্চনা, চণ্ডী যজ্ঞ, ভোগরাগ ও প্রসাদ বিতরণ করা হয়।

অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আগত পূণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা মোতায়েন ছিল বোয়ালখালী থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।