চট্টগ্রাম মহানগর মারমা চিকিৎসা ফাউন্ডেশনের উদ্যোগে চিৎমরম বৌদ্ধ বিহারে সংঘ দান সম্পন্ন

 

আমার বাংলা টিভি ডেস্ক /রিপন মারমা কাপ্তাইঃ
রাঙ্গামাটির কাপ্তাই চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারে চট্রগ্রাম মহানগর মারমা চিকিৎসা ফাউন্ডেশনের উদ্যোগের সংঘদান, বৌদ্ধমূক্তি দান, অষ্টপরিষ্কার দানও বিধি দান, হাজার বাতি দান, আকাশ প্রদিপ দানসহ নানাবিধ দান ও উৎসর্গ করা হয়।

(শুক্রবার) সকাল প্রার্থনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান সংঘ দান উৎসব উদযাপিত হয়েছে।

চট্রগ্রাম মহানগর মারমা চিকিৎসা ফাউন্ডেশনের উপাসক উপাষিকা উদ্যোগ আয়োজনে ধর্মসভায় পূর্ণার্থীদের উদ্দেশ্যে প্রধান ধর্মদেশনা, সভাপতি পরম পুজনীয় রাজ নিকায় সংঘরাজ ভদন্ত পামোক্ষা মহাথের বলেন, বুদ্ধের অহিংসা বাণী ছড়িয়ে যাক মানুষের মাঝে এবং পুণ্যে ও জ্ঞানের মাধ্যমে সুখ-শান্তিসহ সামনের দিনগুলোতে শান্তি ফিরে আসুক।সকল জগতে প্রাণী সুখি হোক দুঃখ থেকে মুক্তি লাভ কর।
সদ্ধর্ম দেশক, ভদন্ত সনা মহাথের, ধর্ম উজ্জল বৌদ্ধ বিহার ব্যাঙছড়ি মারমা পাড়া।

এসময় উপস্থিত ছিলেন, উপাশক উপাশিকা চট্রগ্রাম মহানগর মারমা চিকিৎসা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মংপ্রু মারমা, সভাপতি সুইচিংমং মারমা, সাধারণ সম্পাদক থোয়াইনুংচিং মারমা,
সিনিয়র সভাপতি সায়ন মারমা, মিলি মারমা,
আরোও উপস্থিত ছিলেন, চট্রগ্রাম মহানগর মারমা চিকিৎসা ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দ।