কাপ্তাইয়ে বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত

 

আমার বাংলা টিভি ডেস্ক / রিপন মারমাঃ কাপ্তাই
নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে ন্যায় রাঙ্গামাটি কাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে কাপ্তাই বিএনপির অঙ্গসহযোগী সংগঠন নেতারা। দিবসটি উপলক্ষে কাপ্তাই বিএনপির উদ্যোগে শীলছড়িস্থ এলাকায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আবু বক্কর সিদ্দিক সঞ্চালনা সভাপতিত্ব করেন, উথোয়াই মং মারমা।প্রধান অতিথি হিসেবে ছিলেন, লোকমান আহমেদ, প্রধান বক্তা হিসেবে ছিলেন, ইয়াসিন মামুন।

কাপ্তাই উপজেলা বিএনপি,র সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী চক্রের ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল। হুমকির সম্মুখীন হয়ে পড়েছিল আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব। সেদিন সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা।

প্রধান অতিথি বক্তব্যে লোকমান আহমেদ বলেন, ‘জাতীয় দিবস ৭ নভেম্বর এক ঐতিহাসিক দিন। ১৯৭৫ সালের এ দিনে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সৈনিক-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিলেন সকল ষড়যন্ত্র রুখে দিতে। ৭ নভেম্বরের চেতনা আমাদের জাতীয় জীবনে প্রেরণার উৎস। ওই দিন বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে।

সেসময় আরোও উপস্থিত ছিলেন, জাপর আহমেদ স্বপন, শাহাদাৎ হোসেন, রফিকুল ইসলাম, ইব্রাহিম হাবিব মিলু, পারুল আক্তার, আনোয়ার হোসেন, নাসির উদ্দিন চৌধুরী, আবুল হাসেম, বেলাল হোসেন, আবু হাসান চৌধুরী রক্সী প্রমুখ।