৯৬ শতাংশ মানুষ চিকিৎসা সেবার বাইরে : রিজভী ১২ বছরে লাখ কোটি টাকার উপর বাজেটের টাকা গেল কোথায়? বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আমার বাংলা টিভি ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যারা চিকিৎসা পাচ্ছেন তারা ক্ষমতাশালী ও সরকারী প্রভাবশালী মানুষ। আইসিইউ বেড এখন সোনার হরিণের মতো, স্বপ্নে দেখা যায়, বাস্তবে নেই। করোনার নমুনা পরীক্ষার জন্য ১ কোটি লোক আবেদন করলেও সরকারী তথ্য অনুযায়ী এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪ লক্ষ ৪২ হাজার।
তিনি অভিযোগ করেন, বাংলাদেশে ৩০% হাসপাতালে অক্সিজেনের কোন ব্যবস্থা নেই, ভেন্টিলেটর তো দূর আকাশের তারা।
বিএনপি নেতা বলেন, স্বাস্থ্য খাতে বাজেটে বরাদ্দকৃত টাকা শুধু লুটপাটেই ব্যয়িত হয়েছে।
তিনি বলেন, তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীদের আত্মীয়স্বজন পর্যন্ত কেউই এই সর্বগ্রাসী করোনার আগ্রাসনের মুখেও ত্রাণ চুরি থেকে নকল মাস্ক এর ব্যবসাসহ এহেন অনাচার অপকর্ম নেই, যেটির সাথে তাদের সংশ্লিষ্টতা নেই ।
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দীয় কার্যালয় থেকে ভিডিও কনফারেন্স করেন রহুল কবির রিজভী । শেয়ার করুন ।