৬৬ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস, শঙ্কায় কর্মকর্তা-কর্মচারীরা

৬৬ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস, শঙ্কায় কর্মকর্তা- কর্মচারীরা।

আমার বাংলা টিভি ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা যখন ধারাবাহিকভাবে বাড়ছে, সেই পরিস্থিতিতে খুলে দেয়া হচ্ছে অফিস। বাস, ট্রেন ও লঞ্চ চলাচল করবে এদিন থেকেই।

এই সময় স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারিকৃত ১৩ দফা নির্দেশনা কঠোর ভাবে অনুসরণের পাশাপাশি সবাইকে অবশ্যই মাস্ক পরে অফিসে আসতে বলা হয়েছে। তবে বয়স্ক, অসুস্থ ও সন্তান সম্ভবাদের এ সময় অফিসে আসা মানা।

সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হলেও প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আজ থেকে যারা অফিস করবেন তাদের অনেকের মধ্যেই প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমণের আতঙ্ক দেখা দিয়েছে।

সচিবালয়ের ২২তলা ৬ নম্বর ভবনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ভবনে উঠতে ৬টি লিফটের একটি মন্ত্রী ও সচিবদের জন্য নির্দিষ্ট করা। অন্য ৫টি লিফটের জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে গাদাগাদি-ঠাসাঠাসি করে এ ভবনে উঠতে হয়। লিফট থেকেই করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকবে। আমি অফিস করতেই ভয় পাচ্ছি, কিন্তু অফিসে না এসেও কোনো উপায় নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন কর্মকর্তা বলেন, সচিবালয়ের বিভিন্ন ভবনের কক্ষগুলো ভাগ করতে করতে অনেক ছোট ছোট করা হয়েছে। আগে যে কক্ষে একজন বসতেন, কর্মকর্তা-কর্মচারীদের সংখ্যা বাড়ায় এখন সেখানে ৩/৪ জনের বসার ব্যবস্থা করা হয়েছে। চাইলেও দূরত্ব মেনে বসা সম্ভব নয়। কে আক্রান্ত আর কে আক্রান্ত নয় বা কারও শরীরে কোভিড-১৯ এর উপসর্গ আছে কি না, তা তো খালি চোখে দেখার উপায় নেই। কী যে হবে, চাকরি করলে সরকারের নির্দেশ মানতেই হবে, কি আর করা। amarbangla.tv

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মনিটরিং অনুবিভাগ) মো. হেমায়েত হোসেন বলেন, লিফটে হ্যান্ড স্যানিটাইজার রাখা, দূরত্ব বজায় রেখে দাঁড়ানোর বিষয়ে আরও আগেই নির্দেশনা দেয়া আছে। এখন আরও বেশি সতর্কতার সঙ্গে এসব দেখা হবে।

করোনা ভাইরাস সারাবিশ্বে মতো বাংলাদেশে ও ছড়িয়ে পড়ার কারণে গত ২৬ মার্চ থেকে সরকার দেশে সাধারণ ছুটির ঘোষণা দেয়। দেশে অঘোষিত লকডাউন চলছিলো। আজ ৩১শে মে সব কিছু শিথিল করে দেওয়া হয়। শেয়ার করুন।