২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত টেরীবাজার বন্ধ ঘোষণা।

২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত টেরীবাজার বন্ধ ঘোষণা।

আমারবাংলা টিভি ডেক্সঃ বন্দরনগরীর বৃহত্তর পাইকারী কাপড়ের বাজার ঐতিহ্যবাহী টেরীবাজার আগামি ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা টেরীবাজার ব্যবসায়ী সমিতি।
টেরীবাজার আগত পাইকারী ও খুচরা ক্রেতা সাধারণের ও টেরীবাজার ব্যবসায়ী এবং কর্মচারীদের নিরাপত্তার জন্য বিশ্বব্যাপী ভয়াবহ করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে টেরীবাজার বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৩শে মার্চ) বিকেলে টেরীবাজার ব্যবসায়ী সমিতির নিজস্ব কার্যালয়ে করোনা পরিস্থিতি নিয়ে টেরীবাজার ব্যবসায়ী সমিতি ও টেরীবাজার বিভিন্ন মার্কেট প্রতিনিধিদের সাথে যৌথ মতবিনিময় সভা টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লায়ন আলহাজ্ব ওসমান গণি চৌধুরীর সভাপতিত্বে সাধারন সম্পাদক আলহাজ্ব আবদুল মান্নানের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় টেরীবাজার ব্যবসায়ী সমিতির কার্যকারী পরিষদ, উপদেষ্টা পরিষদ, মার্কেট প্রতিনিধিসহ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মান্নান প্রতিবেদককে জানান বাংলাদেশ সরকার কর্তৃক যে সাধারণ ছুটি ঘোষণা করেছেন ওই সিদ্ধান্তক্রমে টেরীবাজারে বিভিন্ন জায়গা থেকে ক্রেতা সাধারণের টেরীবাজার আসে তাই টেরীবাজার বাসীসহ সকল নিরাপত্তার জন্য আমরা টেরীবাজার ব্যবসায়ী সমিতির আওতাধীন সকল দোকান আগামি ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত টেরীবাজার বন্ধ ঘোষণা করেছি।এছাড়া টেরীবাজার বাসীকে বন্ধের সময় বাহিরে চলাফেরা না করে নিরাপদ স্থানে থেকে নামাজ দোয়া পড়ে আল্লাহর কাছে মহামারী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে দোয়া করতে বলেছেন সবাইকে।