১৯০ কোটি মুসলিমের দুয়ারে কড়া নাড়ছে এক অন্যরকম ঈদ।
আমার বাংলা টিভি ডেস্ক : আর মাত্র কয়েকটা দিন পরেই ঈদুল ফিতর। মুসলিমদের বড় বড় উৎসবের একটি এই ঈদ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পাশাপাশি মুসলিমরা অপেক্ষায় থাকে উৎসবটির জন্য। প্রতিবছর এ উৎসবে শহরের কর্মজীবী মানুষেরা গ্রামে ফেরে। পরিবারের সঙ্গে ভাগাভাগি করে উপভোগ করেন ঈদের আনন্দ।
ঈদের আগের দিন দিবাগত রাত জেগে আড্ডা ও হইহুল্লড় করেন অনেকেই আর ফজরের নামাজের পর থেকে শুরু হয় প্রস্তুতি। গোসল করে নানা রঙের নতুন নতুন ডিজাইনের পাঞ্জাবি-পাজামা পরিধান করে ঈদের নামাজ আদায়, নামাজ শেষে কোলাকুলি, সেমাই-ফিরনিতে মিষ্টিমুখ করা, পরিবার ও শৈশবের বন্ধুদের সঙ্গে আড্ডায় জমে ওঠে ঈদের আনন্দ।amarbangla.tv
অন্যান্য বছর রাস্তায় ঘরমুখো মানুষের ঢল নামে। মহাসড়কে গণপরিবহনগুলো দীর্ঘ যানজট লক্ষ করা যায়। পরিশ্রম আর অসহ্য ক্লান্তির পরও মানুষের মনে এক নির্মল শান্তি বিরাজ করে। দীর্ঘ বিরতির পর মা-বাবা, ভাই-বোন, আপনজন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে সুন্দর সময় কাটাতে অপেক্ষার প্রহর গোণে সব শ্রেণি-পেশার মানুষ।
এবার ঈদ আনন্দের সেই চিরচেনা রূপ আর নিয়ম ভেস্তে দিয়েছে করোনাভাইরাস। শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের মুসলিমরাই এবার অন্য রকম এক ঈদ উপভোগ করবে। ঈদ উপলক্ষে অনেক দেশই ইতোমধ্যে ঈদের নামাজসহ সবধরণের জমায়েত, বেড়াতে যাওয়া ও পারিবারিক অনুষ্ঠান নিষিদ্ধ করেছে।amarbangla.tv
চীনের উহান থেকে উদ্ভূত ভাইরাসটি আঘাত হেনেছে আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া ও উপমহাদেশে। মানুষের মনে সৃষ্টি করেছে ভয়াবহ ত্রাস। আমাদের দেশে ইতোমধ্যে ২৩ হাজারের অধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে আর মৃত্যুর সংখ্যা ৩শ ছাড়িয়েছে। দেশে যখন লাফিয়ে লাফিয়ে করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে ঠিক তখনই আমাদের দরজায় উপস্থিত ঈদুল ফিতর।amarbangl.tv
একটি ক্ষুদ্র ভাইরাস এসে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে পণ্ড করে দিতে চলেছে। মাটি হতে চলেছে ঈদুল ফিতরের পবিত্র উৎসব। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ পড়া হবে না। হবে বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা মারা, হইহুল্লড় করে ঘুরে বেড়ানো।
ভাইরাসটি ১৯০ কোটি মানুষের ঈদ আনন্দ ফিকে করে তুলেছে। আমাদের ঈদের সব পরিকল্পনা ভেস্তে গেলেও, সব আনন্দ মাটি হলেও প্রত্যাশা থাকবে আবার সুদিন আসুক। করোনাকে জয় করে সবাই ঘুরে বেড়াক ইচ্ছে মতো।শেয়ার করুন।