হ্যাকিং করে করোনার বিরুদ্ধে লড়াইকে ক্ষতিগ্রস্থ করছে চীন : যুক্তরাষ্ট্র
আমার বাংলা টিভি ডেস্ক: যুক্তরাষ্ট্রের যেসব সরকারি সংস্থা ও মেডিক্যাল এজেন্সি করোনাবিরোধী লড়াইয়ে মুখ্য ভুমিকা রাখছে, গত কয়েকদিন ধরে হ্যাকিং এর মাধ্যমে তাদের তথ্য হাতিয়ে নেয়া হচ্ছে।
মার্কিন কর্মকর্তারা জানান, হাসপাতাল, গবেষণা সংস্থা, স্বাস্থ্য সেবা প্রদায়ক এবং ওষুধ কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। প্রায় প্রতিদিনই এ ধরণের হামলা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা সিডিসি।
এক কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘পৃথিবীতে মাত্র দুটিই এমন স্থান আছেন, যেখান থেকে এভাবে হামলা সম্ভব।’ তিনি বলেন, প্রাথমিকভাবে এই অপরাধের জন্য চিহ্নিত করা হয়েছে চীন ও রাশিয়াকে। তবে সবচেয়ে বেশি হামলা হয়েছে চীন থেকে।
দেশটির বিচার বিভাগ বলছে, মূলত করোনাভাইরাস গবেষণার তথ্য চুরি করতেই চীন এই ধরণের হামলা চালাচ্ছে।
জাস্টিস ডিপার্টমেন্টের ন্যাশনাল সিকিউরিটি ডিভিশনের প্রধান জন ডেমারস বলেন, ‘এটাই যৌক্তিকভাবে বলা যায়, এসব অপরাধের জন্য দায়ী দেশ হলো চীন।’সূত্র সিএনএন”