হুট করেই সাংবাদিকদের হোয়াইট হাউস ছাড়ার নির্দেশ মার্কিন সিক্রেট সার্ভিসের।
আমার বাংলা টিভি আন্তর্জাতিক ডেস্কঃ সোমবার হঠাৎ করেই দেয়া এক ঘোষণায় সিক্রেট সার্ভিস, হোয়াইট হাউসে থাকা সব গণমাধ্যম কর্মীকে জরুরি ভিত্তিতে অবস্থান ত্যাগ করার নির্দেশ দেয়। হঠাৎ করেই জারি করার এই সিদ্ধান্তের কোনো কারণ জানানো হয় নি। সিএনএন amarbangla.tv
হোয়াইট হাউসের পাশ্ববর্তী লাফায়েতি স্কয়ারের রাজপথে বিক্ষোভ চলাকালেই এই সিদ্ধান্ত আসলো। বিক্ষোভকারীরা সেখানে লাফায়েতি পার্কের ভেতরের মধ্যখানে থাকা যুক্তরাষ্ট্রের ৭ম প্রেসিডেন্ট অ্যান্ডু জ্যাকসন এর মূর্তি উপড়ে ফেলার চেষ্টা করেন। তবে পুলিশ বিক্ষোভকারীদের পার্ক থেকে বের করে দিয়ে পিছু হঠতে বাধ্য করেছে। শেয়ার করুন।
Post Views: ৪৩