হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সেট দিচ্ছে সাইফ পাওয়ারটেক

চট্টগ্রাম সার্কিট হাউসে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে চিঠি হস্তান্তর করছেন বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন।    

আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম নগরে শ্বাসকষ্টের রোগীদের তীব্র অক্সিজেন সংকট ও সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চরম নৈরাজ্যের মধ্যে হাসপাতালে ১০০ সিলিন্ডার অক্সিজেন সেট দিচ্ছেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও ব্যবসায়ী তরফদার মো. রুহুল আমিন।

প্রতিটি গ্যাসভর্তি অক্সিজেন সিলিন্ডারের সঙ্গে ট্রলি, ক্যানোলা, মাস্ক, রেগুলেটর, ফ্লো মিটার থাকবে ।

শুক্রবার (১২ জুন) নগরের সার্কিট হাউসে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে চিঠি দিয়ে বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন এ আগ্রহের কথা জানান । ২৬ জুন থেকে পর্যায়ক্রমে কয়েক ধাপে অক্সিজেন সিলিন্ডার গুলো চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও সিভিল সার্জনের মাধ্যমে বিভিন্ন হাসপাতালে এসব সিলিন্ডার হস্তান্তর করা হবে ।

তরফদার মো. রুহুল আমিন বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন, ব্যক্তিগত উপলব্ধি, দায়িত্ববোধ ও রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুলের অনুরোধে করোনা কালে শ্বাসকষ্টের রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার সেট দেওয়ার উদ্যোগ নিয়েছি । amarbangla.tv

সাইফ পাওয়ারটেক সূত্রে জানা গেছে, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল রাখা ও শিল্প- বাণিজ্য রক্ষায় তরফদার মো. রুহুল আমিন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি ও তার প্রতিষ্ঠান করোনা সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান, বন্দরের দুস্থ শ্রমিকদের খাদ্য সামগ্রী উপহার ও প্রণোদনা, কর্মকর্তা- কর্মচারীদের মাস্ক, হ্যান্ড গ্লভস, থার্মাল স্ক্যানার, হ্যান্ড স্যানিটাইজার দিয়েছেন। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষের হাতে যথাসাধ্য ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন । amarbangla.tv

এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় সংবাদকর্মী ও ফুটবল কোচদের প্রণোদনা দিচ্ছে সাইফ পাওয়ারটেক ।

এসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, বিভাগীয় কমিশনার এবি এম আজাদ, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডা. মোস্তফা খালেদ আহমদ, সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি, সাইফ পাওয়ার টেকের সিনিয়র এইচ আর এডমিন ম্যানেজার রেজাউল করিম, সাইফ পাওয়ার টেকের ডিউটি ম্যানেজার মোঃ সাইফুল আলম বাবু উপস্থিত ছিলেন । শেয়ার করুন ।