স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, গাজী সিরাজ উল্লাহ্

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, অসহায় পথচারীদের খাদ্য বিতরণ করছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল সভাপতি গাজী সিরাজ উল্লাহ্ ছাত্রনেতা লিমনসহ নেতৃবৃন্দ।

আমার বাংলা টিভি ডেস্কঃ সাম্প্রতিক কালের প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব স্তব্দ হয়ে পড়েছে। এটি একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশও করোনার সংক্রমণ থেকে বাঁচতে বর্তমানে পুরো দেশ অঘোষিত লকডাউনে রয়েছে। লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সাধারণ মানুষ পথচারী (ভাসমান) হতদরিদ্ররা। সাধারণ মানুষের কথা চিন্তা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চ.সি.ক মেয়র প্রার্থী ডঃ শাহাদাৎ হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম মহানগর সভাপতি, গাজী সিরাজ উল্লাহ্ অনুপ্রেরণায় সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মহানগর ছাত্রদলনেতা রুম্মান আজফার লিমন।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী মোঃ সিরাজ উল্লাহ্, চট্টগ্রাম মহানগর ছাত্রদলনেতা এস এম রুম্মান আজফার লিমন, বাকলিয়া কলেজে ছাত্রদল নেতা তিহাম, হাজারাতজু ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মোঃ সাজ্জাদ হোসেন আরিফ, পাঁচলাইশ থানা ছাত্রদল নেতা মোঃ রুবেল হোসেন,পাঁচলাইশ থানা ছাত্রদল নেতা তারেক আজিজ,মোঃ আকাশ,মুমিনুল হক,মাসুদ, জাকির হোসেন, তামিম প্রমুখ।

এসময় গাজী সিরাজ উল্লাহ্ বলেন, করোনা মোকাবেলায় ব্যার্থ বিনা ভোটের মন্ত্রী, এমপি আওয়ামী লীগ সরকার। তাই অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানায় ও তাদের ত্রাণ চোরদের আইনের আওতায় না এনে তাদের দিয়ে সরকারি টাকা মোবাইলে বিতরণের তামাশায় মেতে উঠেছে। তাদের একটা নাম্বার পত্রিকায় দেখেছি ত্রিশবার পযন্ত দেওয়া হয়েছে এই বিনা ভোটের সরকার দিয়ে দেশে কোনদিন ভালো কিছু আশা করা যায় না

তিনি আরো বলেন, যাকাতের টাকা গুলোএদিক ওদিক নষ্ট না করে অসহায় পরিবারের জন্য বরাদ্দ করার জন্য, প্রিয় মানুষ গুলোকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

এসময় ছাত্রদল রুম্মান আজফার লিমন বলেন, দেশে এই মুহূর্তে সব কিছু বন্ধ চলছে অঘোষিত লকডাউন। লকডাউনের কারণে সাধারণ মানুষের অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, একেবারে যেন কষ্টের শেষ শিমানায়। তাই আমাদের বড় ভাই ও অভিভাবক বর্তমান সরকারের মিথ্যা মামলা হামলায় নির্যাতিত চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির চ.সি.ক মেয়র প্রার্থী ডঃ শাহাদাৎ হোসেন অনুপ্রেরণায় আমার ব্যক্তিগত উদ্যোগে সাধারণ মানুষের কাছে উপহার সামগ্রী বিতরণ করছি। আশা রাখি এর মাধ্যমে অসহায়, হতদরিদ্ররা কিছুটা হলেও সংকট থেকে উত্তোরিত হবে এবং আমাদের কর্মসূচী চলামান থাকবে। শেয়ার করুন।