আমার বাংলা টিভি ডেস্কঃ মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীতে সমাজে পিছিয়ে পড়া অসহায় শীতার্ত মানুষের মাঝে ভালোবাসার হাত বাড়িয়ে দিতে প্রতি বছরের ন্যায় এবারও মাসব্যাপী কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে চট্টগ্রামের অন্যতম শীর্ষস্থানীয় সৃজনশীল জ্ঞান চর্চা কেন্দ্র স্বাধীন সাংস্কৃতিক একাডেমি। তারই অংশ হিসেবে ফটিকছড়ির শাহনগর গ্রামে ছুটে এসেছে তাই এলাকাবাসীর পক্ষ থেকে স্বাধীন পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান অতিথি মাহবুবুল আলম।তিনি ভবিষ্যতেও এমন মহৎ কর্মসূচি অব্যহত রাখার আহবান জানান।
ফটিকছড়ি শাহনগর হাচি তালুকদার বাড়িস্থ মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা মাঠে ১৭ ডিসেম্বর বেলা ৩ ঘটিকায় স্বাধীন সাংস্কৃতিক একাডেমির ব্যবস্থাপনায় ও আলোর দিশারী শাহনগর এর আয়োজনে সমাজসেবক আবু তাহের মিয়ার সভাপতিত্বে বিজয় দিবস উপলক্ষে সমাজের পিছিয়ে পড়াদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন সাংস্কৃতিক একাডেমির চেয়ারম্যান মো. সাহাব উদ্দীন হাসান বাবু, সমাজসেবক জাবেদ হোসেন এরশাদ, সাজিদুল করিম, স্বাধীন সাংস্কৃতিক একাডেমির কর্মকর্তা হাজী মোহাং বেলাল মিয়া, স্বাগত বক্তব্য রাখেন আলোর দিশারী শাহনগর এর সভাপতি সাগর হোসেন। আলোর দিশারীর সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আলোর দিশারীর সহ সভাপতি হেলাল উদ্দিন, সহ সভাপতি মোক্তার হোসেন, সহ সম্পাদক তাফসীর হোসেন, ফয়সাল আহমেদ, ফাহিম খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য রিগান, রিফাত, রায়হান, মুজাহিদ, নোমান, সায়মন, শাফায়াত, মোহাম্মদ হোসেন প্রমুখ।
কম্বল বিতরণী অনুষ্ঠান সুন্দরভাবে সফল করার জন্য আলোর দিশারী শাহনগর এর সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি স্বাধীন পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন স্বাধীন সাংস্কৃতিক একাডেমি চেয়ারম্যান। একঝাঁক উদ্যমী তরুণ-যুবকের সমন্বয়ে গঠিত আলোর দিশারীকে সঙ্গে নিয়ে মানুষের কল্যাণে ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি। আর যাদের সহায়তায় এই কম্বল বিতরণ তাদের পরিবারের দুনিয়া ও আখেরাতের কামিয়াবীর জন্য দোয়া করেন।