স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারাদেশে একসাথে শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আমার বাংলা টিভি ডেস্কঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারাদেশে একসাথে শপথ বাক্য পাঠ করিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ভার্চুয়ালি শপথ পাঠ করান প্রধানমন্ত্রী।

শপথগ্রহণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নারী, কৃষক, শ্রমিক, ছাত্র-ছাত্রীসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন।