স্বাধীনতার ইশতেহার পাঠকারী মহানায়ক শাহজাহান সিরাজ মারা গেছেন

স্বাধীনতার ইশতেহার পাঠক, বিএনপি নেতা শাহজাহান সিরাজের মৃত্যুতে আমীর খসরু মাহমুদ চৌধুরীর শোক

আমার বাাংল টিভি ডেস্ক : সাবেক বন ও পরিবেশ মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় নেতা শাহজাহান সিরাজ মঙ্গলবার বিকাল ৩ টা ৩০ মিনিটে রাজধানীর এপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন।

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গিয়েছেন। বর্তমানে ছেলে দেশের বাহিরে অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।

২০১২ সালে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। এরপর কয়েক বছর পর মস্তিষ্কেও ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকেই তিনি কখনো হাসপাতালে কখনো বাসায় সজ্ঞানহীন ছিলেন। amarbangla.tv

শাহজাহান সিরাজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। ১৯৭০-৭২ মেয়াদে অবিভক্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ (যার অন্য নাম নিউক্লিয়াস) এর সক্রিয় কর্মী, ছাত্র সংগ্রাম পরিষদের নেতা।

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে তিনি ৩ বার জাসদের মনোনয়নে এবং ১ বার বিএনপি’র মনোনয়নে সংসদ সদস্য নিবাচিত হন। শাহজাহান সিরাজ ২০০১ সালের নির্বাচনের পর খালেদা জিয়ার সরকারে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৪৩ সালের ১ মার্চ টাঙ্গাইলের কালিহাতীতে জন্মগ্রহণ করেন শাহজাহান সিরাজ। তার পিতার নাম আব্দুল গণি মিয়া ও মাতা রহিমা বেগম। ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার মধ্যদিয়ে শাহজাহান সিরাজ ছাত্র-রাজনীতিতে প্রবেশ করেন। সেই সময় তিনি টাঙ্গাইলের করটিয়া সা’দত কলেজের ছাত্র ছিলেন। এরপর তিনি ছাত্রলীগের মাধ্যমে ছাত্র-রাজনীতিতে উঠে আসেন। amarbangla.tv

১৯৬৪-৬৫ এবং ১৯৬৬-৬৭ দুই মেয়াদে তিনি দুইবার করটিয়া সা’দাত কলেজের ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। একজন সক্রিয় ছাত্রনেতা হিসেবে তিনি ১১ দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেন।

স্বাধীনতার ইশতেহার পাঠকারী, সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা শাহাজাহান সিরাজের মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। amarbangla.tv

তিনি মঙ্গলবার (১৪ জুলাই) এক শোক বার্তায় বলেন, মরহুম শাহাজাহান সিরাজ ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার ভুমিকা ছিল অপরিসীম। ব্যক্তিজীবনে একজন আদর্শবাদী মানুষ হিসেবে তিনি কখনোই নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হন নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি যুক্ত ছিলেন। দেশ ও দলের প্রতি তার অবদানের জন্য বিএনপি চিরদিন তাকে স্বরণ করবে। বর্তমান রাজনৈতিক সংকট ও মহামারীর মধ্যে তার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত কষ্টের।

তার মৃত্যুতে বিএনপি দলের একজন দক্ষ ও যোগ্য নেতাকে হারলো। আমীর খসরু মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহ’র নিকট মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শেয়ার করুন।