সুশান্তের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিনেত্রী রিয়ার বিরুদ্ধে মামলা।
আমার বাংলা টিভি বিনোদন ডেস্কঃ সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বিহার আদালতে। মুজফফরপুরের পাতাহি এলাকার বাসিন্দা কুন্দন কুমার নামের একজন এ মামলা করেন । ২৪ জুন মামলার শুনানি ।
কুন্দন কুমারের দাবি, রিয়া মানসিকভাবে তো বটেই, আর্থিক দিক থেকেও সুশান্তের থেকে বহু সুবিধা নিতেন । এরপর সম্পর্ক ভেঙে দেন নিজের স্বার্থ চরিতার্থ হয়ে গেলে । এর আগে সুশান্তের মৃত্যুর পর সালমান খান, সঞ্জয় লীলা বনশালী, আদিত্য চোপড়া এবং করণ জহরের বিরুদ্ধে মামলা হয়েছে বিহারের আদালতে । amarbangla.tv
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সাতদিন পেরিয়েছে । কিন্তু মৃত্যু রহস্যের জট কাটছে না । ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আত্মহত্যা করেছেন সুশান্ত । কিন্তু তার নেপথ্যের কারণ নিয়ে ক্রমেই জলঘোলা হচ্ছে । বলিউডের একাংশ সুশান্তের এ আত্মহত্যায় বলিউডের স্বজনপোষণ, স্টার কিডের উন্নাসিকতা-সহ একাধিক বিষয়কে সামনে নিয়ে এসেছেন ।
সুশান্তের ঘনিষ্ঠরাও বলছেন, বেশ কয়েকমাস ধরে নানা কারণে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি । তার মধ্যে যেমন ব্যক্তিগত সমস্যা ছিল, তেমনই ছিল কেরিয়ার নিয়ে ভয়াবহ অনিশ্চয়তা । শোনা যাচ্ছে , একের পর এক ছবি সুশান্তের হাত থেকে চলে যাযওয়ায় তার মানসিক সমস্যা এতটাই গুরুতর হয়ে উঠেছিল, যা সামাল দিতে তাকে ওষুধ খেতে হয়েছে । কিন্তু তার পরেও কী এমন হল যে সুশান্তকে আত্মহত্যা করতে হল ! এ প্রশ্নই এখনও ঘুরপাক খাচ্ছে সবার মনে। amarbangla.tv
গত সাত দিন থেকেই আলোচনায় রয়েছেন বলিউডের জনপ্রিয় পরিচালক মহেশ ভাট। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ার একদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে নানা ভাবে ট্রোলড হয়েছেন পরিচালক।
সপ্তাহের শুরুতেই ফের আরও একবার ট্রোলড হলেন তিনি। এর কারণ, তারই একটি পোস্ট। এক কঙ্কালের ছবি পোস্ট করে মহেশ ভাট উল্লেখ করেছেন টড উইলিয়ামসের বিশ্ববিখ্যাত এক উক্তি ‘ডায়েড মেন থিংক অব ফানি থিংস’। amarbangla.tv
সুশান্তর মৃত্যুর পর পরিচালক মহেশ ভাট নিজেই সংবাদ মাধ্যমে বলেছিলেন, তিনি জানতেন সুশান্তের এমন পরিণতি হবে। সুশান্তের প্রেমিকা রিয়াকে তাদের সম্পর্কে ইতি টানার পরামর্শও নাকি দিয়েছিলেন তিনি। সুশান্তের আচরণ তার পারভিন ববির মতো মানসিক ভারসাম্যহীন লেগেছিল বলেও জানিয়েছেন মহেশ ভাট।
তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন ভাট। অধিকাংশেরই প্রশ্ন, কেন অন্তিম পরিণতির সম্ভাবনা আঁচ করেও সুশান্তকে জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করেননি তিনি? এ বিতর্কের মাঝেই সোমবার সকালে ওই কঙ্কালের ছবি পোস্ট করেন মহেশ ভাট। পরিচালকের এ পোস্টে খেপে গিয়ে পালটা অনেকেই জবাব দিয়েছেন, সুশান্তের মৃত্যু নিয়ে তাচ্ছিল্যের হাসি হাসছেন পরিচালক! শেয়ার করুন।