সুবিধাজনক স্থানে কাঁচাবাজার সরিয়ে নেয়ার নির্দেশ

সুবিধাজনক স্থানে কাঁচাবাজার সরিয়ে নেয়ার নির্দেশ

ঢাকা: করোনা ভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিতে মূল হাট-বাজারের চৌহদ্দি থেকে কাঁচাবাজার, মাছ বাজারসমূহ নিকটবর্তী সুবিধাজনক স্থানে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়৷amarbangla.tv

রোববার(২৬ এপ্রিল) মন্ত্রনালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে: স্থানান্তরিত হাট ও বাজারের ক্রেতা ও বিক্রেতার সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় স্বাস্থ্য বিভাগ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহায়তা গ্রহণ করবে।

করোনা ভাইরাসজনিত কারণে হাট-বাজারে ব্যাপক জনসমাবেশ/উপস্থিতি সামাজিক দূরত্ব বজায় থাকার পরিপন্থী। ফলে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে, বিশেষ করে কাঁচাবাজার, মাছ বাজার, শাকসবজির বাজারসমূহ মূল বাজার/তোহা বাজারের চৌহদ্দি থেকে নিকটবর্তী সুবিধাজনক স্থানে সরিয়ে নেয়ার প্রয়োজন হওয়াতে ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী-এর নির্দেশে ভূমি মন্ত্রণালয় এ ব্যবস্থা গ্রহণ করে বলে ওই নির্দেশনায় বলা হয়।

উল্লেখ্য, হাট ও বাজারসমূহের মালিকানা ভূমি মন্ত্রণালয়ের এবং এগুলো ‘The Hats and Bazars (Establishment and Acquisition) Ordinance, 1959’-এর অধীনে পরিচালিত হয়ে আসছে। আর জেলায় নতুন হাট ও বাজার স্থাপন এবং বিলুপ্তির বিষয়টি জেলা কালেক্টরের (জেলা প্রশাসক) অন্যতম কাজ।