সিআরবি এলাকা।
আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় একটি বাংলো থেকে মালেকা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মালেকা বেগমের বাড়ি সিলেটে। তিনি টাইগারপাস এলাকায় থাকতেন। তার স্বামীর নাম সুমন বলে জানিয়েছে পুলিশ।
মালেকা বেগমের কাছ থেকে কিছু ঘুমের ওষুধ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। amarbangla.tv
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বলেন, সিআরবি এলাকায় একটি বাংলো থেকে মালেকা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার কাছ থেকে কিছু ঘুমের ওষুধ পাওয়া গেছে।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। মালেকা বেগম ধর্ষণের শিকার হয়েছেন কি না তা পরীক্ষার পর জানা যাবে। তবে তার শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। শেয়ার করুন।