সাতকানিয়ায় হতদরিদ্র ও অসহায় পরিবারে মাঝে যুবদল নেতা আব্বাস হোসেনের ত্রাণ বিতরণ

সাতকানিয়ায় হতদরিদ্র ও অসহায় পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্বাস হোসেন

 

আমার বাংলা টিভি ডেস্কঃ প্রাণঘাতি করোনা ভাইরাস Covid19 সংক্রমণ রোধে‌‌ সামাজিক দূরত্ব বজায় রাখার সঠিক নিয়ম অনুসরণ করতে গিয়ে দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সমাজের দৈনিক আয়ের উপর নির্ভরশীল মানুষ গুলো। অসহায় দুস্থ মানুষের পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছানো জন্য নির্দেশ দেন তিন তিন বারের সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বিএনপি’র সিনিয়র ভাইস-চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম সাতকানিয়া পৌরসভায় ৫০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্বাস হোসেন।amarbangla.tv

এসময় আব্বাস হোসেন বলেন, দেশের মানুষ আজ একটি ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করছেন। মানুষের পেটে খাবার নেই। আয় রোজ গারের পথ বন্ধ হয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীরা চট্টগ্রামের দৈনিক আয়ের ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন সেবামূলক কর্মসূচি অব্যাহত রেখেছে। মহান আল্লাহ যেন বাংলাদেশের মানুষের প্রতি গায়েবি সাহায্য দান করেন। বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করুন।

তিনি আরো বলেন, সারাদেশে সরকারি ছুটি ঘোষণা হওয়ার পর থেকেই নগরীর বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রীসহ স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন সামগ্রী বিতরণ করে যাচ্ছি। ইনশাআল্লাহ এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় আব্বাস হোসেন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সমাজের অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ান, সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্য সহ যুবদলের নেতৃবৃন্দ। নিউজটি শেয়ার করুুন।