আমার বাংলা টিভি ডেস্কঃ দুবাইভিত্তিক কোম্পানি শাফিন ফিডারের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড। চুক্তিতে সই করেছেন শাফিন ফিডারের মালিকানাধীন এডি পোর্ট গ্রুপ এবং সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।
জানা গেছে, চুক্তি অনুযায়ী কোম্পানিটি প্রোপাইটারশিপ এলএলসি বেচবে। এটি আবুধাবিতে অবস্থিত। শাফিন ফিডার শতভাগ আবুধাবি পোর্ট কোম্পানির মালিকানাধীন প্রতিষ্ঠান। আর সাইফ মেরিটাইম এলএলসি দুবাইয়ের আমিরাতে অবস্থিত।
এটি সাইফ পাওয়ারটেকের মালিকানাধীন কোম্পানি। চুক্তি অনুযায়ী শাফিন ফিডারে ৩টি কনটেইনার ফিডার ভ্যাসেলের ধারণক্ষমতা ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ১০০ টিইইউস।
আগামী ১৫ বছরের জন্য বেয়ারবোর্ট এবং সাইফের টাইম চার্টারে সংযুক্ত আরব আমিরাতের কনটেইনারগুলো বাংলাদেশে বহন করার জন্য এবং যেকোনো আন্তর্জাতিক রুটে বিশ্বব্যাপী সংযুক্তের জন্য উপযুক্ত।
কোম্পানিটি আশা করছে, প্রতিবছর কার্গো পণ্যবাহী জাহাজ প্রতি ২০০ কোটি টাকা রাজস্ব আসবে। নিট মুনাফা হবে প্রায় ২৫ কোটি টাকা। www.amarbangla.tv