আমার বাংলা টিভি ডেস্ক: টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর ২০২৪ সোমবার সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিসিজেএ মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা শাখার আহবায়ক নাজমুল মোস্তাফা আমিন। স্বাগত বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুল মোস্তাফা আমিন বলেন, সাংবাদিকরা নিজেদের ব্যাক্তি জীবনের অনেক সুখ-স্বাচ্ছন্দ ভুলে এ মহান পেশায় মনোনিবেশ করেন। তিনি বলেন, আমাদের সবার পেশাই খুব চ্যালেঞ্জিং, তবে সাংবাদিকদের পেশা আরও চ্যালেঞ্জিং। এইরকম চ্যালেঞ্জিং সব কিছুর সাথে আমি সব সময় থাকতে পছন্দ করি।
টিসিজেএ সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সহ-সভাপতি ও টিসিজেএ বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কমিটির আহবায়ক মোহাম্মদ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু সাঈদ চৌধুরী টিটু, ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, টিসিজেএ সাবেক সভাপতি এনামুল হক, অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসুদেব, দপ্তর সম্পাদক মোঃ পারভেজ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম ও রবিউল হোসেন, লোহাগাড়া উপজেলা বিএনপি নেতা হারেছ কোম্পানি, এম,আর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কতুব উদ্দিন, উপজেলা সাবেক যুবদল নেতা আব্দুল্লাহ আল নোমান, সাবেক ছাত্রদলের দপ্তর সম্পাদক আবু তাহের, সেচ্ছাসেবক দলের সাবেক সিঃ সহ সভাপতি মিজানুর রহমান, পদুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাহাবউদ্দিন সিকদার, যুবদল নেতা তৌহিদুল ইসলাম সহ আরও অনেকেই।
পরে প্রথম রাউন্ডে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। www.amarbangla.tv শেয়ার