সর্বদা মুজিব আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যেতে চাই রবিউল হোসেন রুবেল

আমার বাংলা টিভি ডেস্ক: গত১৪ই অক্টোবর চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আওতাধীন কোতোয়ালী থানা এবং ২০, ২১, ২২,৩২,৩৩ ও ৩৪ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের ত্রী-বার্ষীক সম্মেলন অনুষ্ঠিত হয় নগরের পুরাতন রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে।

সেচ্ছাসেবক লীগের এই ত্রী-বার্ষীক সম্মেলন সফল কারার লক্ষে বিশাল জনস্রোত নিয়ে সম্মেলনে যোগদান করেন কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রবিউল হোসেন রুবেল।

তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় সংগঠনের নিয়মনীতি মেনে এগিয়ে যেতে চাই।

এই সম্মেলন উদ্ভোদন করেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-০৯ আসনের সাংসদ মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।

সম্মেলন সফল করতে মোঃ রবিউল হোসেন রুবেলের নেতৃত্বে মিছিলে যোগদান করেন রাফসানুল ইসলাম রবিন, মো: জামাল মিয়া, মোঃ আলাউদ্দিন, স্বপন দাশ, আলিশান মাসুদ, রাসেল মাহমুদ, শেখ শুভ, মোঃ রাজু, মোঃ সিরাজ, মো: মহিউদ্দিন, সোহেল রানা, শাহীন আলম, মোঃ শাকিল হোসেন, জাহেদ হোসেন রকি, রাকিব হোসেন সহ প্রমুখ। www.amarbangla.tv