চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা রোগীর শ্বাসকষ্ট লাঘবের জন্য অত্যাধুনিক দুটো সি-প্যাপ মেশিন হস্তান্তর করছেন ডা.শাহাদাত হোসেন।
আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা রোগীর শ্বাসকষ্ট লাঘবের জন্য অত্যাধুনিক দুটো সি-প্যাপ মেশিন হস্তান্তর কালে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেন বলেছেন, করোনা চিকিৎসার বিভিন্ন সরঞ্জামাদির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দকৃত বাজেটের ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ থেকে চট্টগ্রামের জন্য ৫০০ কোটি থেকে ১ হাজার কোটি টাকা বরাদ্দ দিবে। কিন্তু সরকার এখনও পর্যন্ত চট্টগ্রামবাসীর জন্য কোনো বরাদ্দ দেয় নি।
রাজনীতিবিদ, সমাজসেবী, বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে এগিয়ে এসেছে, সরকার ঠিক সেভাবে এগিয়ে আসেনি। সরকারের সর্বক্ষেত্রে দুর্নীতি আর দুঃশাসন। সরকারের প্রতিটি প্রতিষ্ঠানের দুর্নীতি থাকে কেউ রেহাই পাচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি দুঃশাসন সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য বিভাগ এখন “গলার কাঁটা” হিসাবে পরিণত হয়েছে। amarbangla.tv
তিনি আজ ২৬ জুলাই, দুপুরে, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী এর কাছে করোনা রোগীর শ্বাসকষ্ট লাঘবের জন্য অত্যাধুনিক দুটো সি-প্যাপ মেশিন হস্তান্তরকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির উপদেষ্টা ও সাংবাদিক জাহিদুল করিম কচি প্রমুখ। শেয়ার করুন।