আকবর শাহ ফয়েজলেক এলাকায় দরিদ্র অসহায় মানুষের মাঝে ইফতার বিতরন করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলও ছাত্রদলের সাধারন সম্পাক বেলায়েত হোসেন বুলুসহ নেতৃবৃন্দ।
আমার বাংলা টিভি ডেস্কঃ চট্টগ্রামে করোনা রোগীদের সুস্হতা কামনায় জননেতা তারেক রহমানের নির্দেশনায় আজ আকবর শাহ ফয়েজলেক এলাকায় রোজাদার দরিদ্র অসহায় মানুষের মাঝে ইফতার বিতরন করছেন। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলও ছাত্রদলের সাধারন সম্পাক বেলায়েত হোসেন বুলু।
এসময় বেলায়েত হোসেন বুলু বলেন, বর্তমান সরকারের মন্ত্রী এমপিরা চাপাবাজি করে যেভাবে দেশ পরিচালনা করছে, সে ভাবে চাপাবাজি করে করোনা ভাইরাস মোকাবেলা করার ব্যর্থ চে্ষ্টা করছে। সরকার যদি তথ্য গোপন না করে বিভিন্ন রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে জনগনকে সচেতন করে করেনা মোকাবেলা করার প্রস্তুতি নিতেন তাহলে করোনা হয়ত এইভাবে মহামারি আকার ধারন করতো না।
তিনি আরো বলেন, বিএনপি বার বার সরকারকে আহবান করার পরও সরকার কোন সাড়া না দিয়ে বরং বিএনপির সমালোনা করে জনগনের দৃষ্টিকে অন্য দিকে নেয়ার চেষ্টা করেছে।
সে বলেন, চট্টগ্রামে আজ করোনা মহামারি আকার ধারন করছে। একটি বেসরকারি টেলিভিশনের অনসন্ধ্যানী তথ্য অনুযায়ী চট্টগ্রাম করোনা মহামারি গাজীপুর ও নারায়ণগঞ্জকে ছাড়িয়ে যাবে বলে আশংকা করছে। বিনা ভোটের সরকার পরিচালনা কারী লীগ আওয়ামীলীগ জনগন থেকে বিছিন্ন হয়ে পড়েছে। আর চট্টগ্রাম মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগ্রঠনেরর নেতা কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চে্রযারম্যান জননেতা তারেক রহমানে নি্র্দেশেনায় করোনা মোকাবেলায় জনগনের পাশে থেকে ত্রাণ তৎপরতা ও জনগনকে সচেতন করার চে্ষ্টা করছে।
বুলু বলেন, আবারও পর্যাপ্ত পরিমান করোনা টেষ্ট করে চট্টগ্রামের জনগনকে মহামারি থেকে রক্ষা করার আহবান জানান। হে আল্লাহ এই চট্টগ্রাম বার আউলিয়ার শহর এই শহরের জনগনকে আপনি এই মহামারি থেকে রক্ষা করুন। পরিশেষে বুলু ইফতার বিতরন শেষে রোজাদার কে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমান ও জিয়া পরিবারের জন্য দোয়া করার আহবান করেন।
উক্ত ইফতার বিতরনে অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের ১ম সহসভাপতি মোঃ আসাদুজ্জামান দিদার, নগর স্বেচ্ছাসেবকদল নেতা সিরাজুল ইসলাম ভুঁইয়া নগর স্বেচছা সেবকদল নেতা মোঃ আব্দুল হাই, নগর স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সোহেল, আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রাজিম উদ্দিন আকন্দ, নগর স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ খোরশেদ আলম, আকবর শাহ স্বেচ্ছাসেবক দল নেতা আজাদ, মোঃ হানিফ, ছাত্রদল নেতা রুবেল প্রসুখ। শেয়ার করুন।