সরকার এখন ভ্যাম্পেয়ারের ন্যায় রক্তচোষার ভূমিকায় : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।    

আমার বাংলা টিভি ডেস্ক : করোনা টেস্টের ফি বাতিল করে বিনামূল্যে টেস্টের সুযোগ দেয়ার দাবি জানিছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেন, মরণঘাতী করোনা মহামারীর ভাইরাস পরীক্ষার ওপর ২০০ টাকা ফি আরোপ করার সিদ্ধান্ত বিস্ময়কর। মহামারির চিকিৎসা কখনো ব্যক্তিগত উদ্যোগে হয় না। করোনা মহামারীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রের। বিশ্বের কোথাও সরকারিভাবে কোভিড টেস্টে অর্থ নেয়া হয় না।

রুহুল কবির রিজভী বলেন, টেস্টের বিষয়টি নাগরিকদের দায়-দায়িত্বের উপর ছেড়ে না দিয়ে বরং এটি রাষ্ট্রেরই দায়িত্ব, জনস্বার্থে রাষ্ট্র নিজ উদ্যোগে নাগরিকদের বিনামূল্যে করোনাভাইরাস টেস্ট করানোর সুযোগ সহজ করবে। amarbangla.tv

তিনি বলেন, অবিলম্বে সারাদেশের জেলা-উপজেলা পর্যায়েও করোনা ভাইরাস টেষ্টের ব্যবস্থা করতে হবে। এককভাবে না পারলে প্রয়োজনে স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিন। জনগণের জীবন নিয়ে আর ছিনিমিনি খেলবেন না।

শনিবার রাজধানীর নয়াপল্টনে এক প্রতিক্রিয়ায় রিজভী একথা বলেন। শেয়ার করুন।