সময় বেঁধে দেওয়ায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে: আবদুল মান্নান

টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মান্নান। 

আমার বাংলা টিভি ডেস্কঃ সময় বেঁধে দেওয়ায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান এবং ব্যবসায়ীদের বাঁচাতে সময় বাড়িয়ে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করছেন, চট্টগ্রামের বৃহত্তর কাপড়ের পাইকারী বাজার টেরীবাজার ব্যবসায়ী সমিতির সংগঠন ও টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মান্নান, সরকারি নির্দেশনা মেনে চলার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেছেন তিনি।

তিনি বলেন, গত বছর লকডাউনের কারণে হাজার হাজার কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ীরা।
এক বছরের ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে এবার ধার-কর্জ ও ব্যাংক ঋণ নিয়ে নতুন করে পুঁজি খাটিয়েছেন। ঈদের বেচাকেনার সবেমাত্র শুরু হয়েছে, এই মুহূর্তে সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধ করার সময় বেঁধে দেওয়ার কারণে ব্যবসায়ীরা আবারো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

কারণ ব্যবসায়ীরা রমজান মাসে বড় ব্যবসার আশায় অপেক্ষায় থাকেন সারা বছর। তাই ঈদ উপলক্ষে ব্যবসায়ীদের কথা চিন্তা করে সময় ৬ টা থেকে বাড়িয়ে ৮ টা পর্যন্ত করার সরকারের কাছে আবেদন করেছেন তিনি।