সপ্তাহে দু’দিন নিম্ন আদালত খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত
আমার বাংলা টিভি প্রতিবেদকঃ সপ্তাহে দু’দিন নিম্ন আদালত খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত চট্টগ্রামসহ দেশের নিম্ন আদালতগুলো সপ্তাহে দু’দিন খোলা রাখার যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তা স্থগিত করেছে সুপ্রীম কোর্ট। শনিবার (২৫ এপ্রিল) একটি নোটিশের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
গত ২৩ এপ্রিল ছুটি চলাকালিন সময়ে শুধুমাত্র জামিন শুনানি করার জন্য সপ্তাহে দু’দিন দেশের নিম্ন আদালতগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এরপর থেকেই চট্টগ্রামসহ দেশের আইনজীবীরা এই সিদ্ধান্তের সমালোচনা করেন।
আইনজীবীরা বলছেন, আদালত বন্ধ থাকায় করোনা সংক্রমণ থেকে মুক্ত আছেন তারা। যদি আদালত খোলা থাকতো তাহলে আইনজীবীরাও আক্রান্ত হতেন।amarbangl.tv
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক এডভোকেট এস এম সিরাজদৌল্লাহ আমার বাংলা টিভিকে বলেন,বর্তমানে গণপরিবহন থেকে শুরু করে নগরীর সবকিছুই বন্ধ। এর মাঝে আদালত খেলার সিদ্ধান্ত কেন? করোনা সংকট চলাকালে এটা মেনে নেয়া যায় না। তাই আইনজীবীরা আদালত খোলার সিদ্ধান্তকে সমালোচনা করেন। তবে আইনজীবীদের স্বার্থ চিন্তা করে আজকে উক্ত সিদ্ধান্তটি স্থগিত করা হয়েছে। তাই কতৃপক্ষ ধন্যবাদ পেতেই পারে।