শ্রমজীবী গরীব অসহায় পরিবারে পাশে ঝর্ণাপাড়া সচেতন যুবসমাজ সংগঠন
চট্টগ্রামঃ সাম্প্রতিক কালের প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব স্তব্দ হয়ে পড়েছে। এটি একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশও করোনার সংক্রমণ থেকে বাঁচতে বর্তমানে পুরো দেশে অঘোষিত লকডাউনে রয়েছে। দুঃসময়ে ফেইসবুক গ্রুপ ভিত্তিক সংগঠন” ঝর্ণাপাড়া সচেতন যুবসমাজ দাড়িয়েছে গরীব, মধ্য বিত্ত, কর্মহীন, শ্রমজীবী, অসহায় পরিবারে মাঝে।
এসময় ঝর্ণাপাড়া সচেতন যুবসমাজের এডমিন ও সাংবাদিক সেলিম উল্ল্যাহ্ আমার বাংলা ডট টিভিকে বলেন এই দুঃসময়ে কিছুটা তাদের কষ্টের ভাগ শেয়ার করার জন্য। ঝর্ণাপাড়া সচেতন যুবসমাজের উদ্যোগে ৪৫০ টি পরিবারের মাঝে দ্রব্য সামগ্রী, ঘর-বাড়িতে আটকে পড়া পরিবারের মাঝে, সদস্যদেরকে দিয়ে, শ্রমজীবি-হতদরিদ্র পরিবারের মাঝে দ্রব্য সামগ্রী ঘর-বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি। আশা রাখি এর মাধ্যমে ঘরে আটকে থাকা হতদরিদ্ররা কিছুটা হলেও খাদ্য সংকট থেকে উত্তোরিত হবে।
সে বলেন এর আগেও ঝর্ণাপাড়া সচেতন যুব সমাজ এর উদ্যোগে পাড়া-মহল্লায় মাদক,বাল্যবিবাহ, ইভটিজিং বিরুদ্ধে কাজ করে মানুষের কাছে ব্যাপক সুনাম অর্জন করে।
তিনি আরো বলেন প্রিয় একালাবাসী কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এ সরকারী ছুটিতে আত্নীয়-স্বজনের বাড়ীতে বেড়াতে না গিয়ে, দোকান-পাট, হাট-বাজার ও রাস্তা-ঘাটে ঘুরাঘুরি না করে এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে নিজ ঘরেই থাকার আহবান জানান। সাথে মহান আল্লাহর দরবারে বেশী বেশী প্রার্থনা করার জন্যও বিশেষ অনুরোধ জানিয়েছে।
এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন মোমিনুল আলম শাহিন, শফিকুল ইসলাম জনি, ইলিয়াস, জনি, নাছির, মিন্টু, শামসুর সহ অন্যরা উপস্থিত ছিলেন।